• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৭ই মাঘ ১৪৩২ দুপুর ০১:২৮:৪৯ (20-Jan-2026)
  • - ৩৩° সে:

অবসরপ্রাপ্ত একজনসহ মোট ১৫ জন সেনা হেফাজতে: সেনাবাহিনী

১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৫:১৭

অবসরপ্রাপ্ত একজনসহ মোট ১৫ জন সেনা হেফাজতে: সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: গুমের মামলায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাসদর।

Ad

১১ অক্টোবর শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান এমনটা জানিয়েছেন।

Ad
Ad

সেনাসদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, অভিযুক্ত ২৫ জন সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরে রয়েছেন। ইতোমধ্যে অবসরপ্রাপ্ত একজনসহ মোট ১৫ জনকে সেনা হেফাজতে নেয়া হয়েছে।

সেনাবাহিনী আদালতের রায় মেনে নেবে জানিয়ে তিনি বলেন, আমরা মোট ১৬ জনকে সেনা হেফাজতে আসার জন্য বলেছিলাম, তাদের মধ্যে ১৫ জন এসে হেফাজতে রয়েছেন। টিভি স্ক্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেই ১৬ জনকে হেফাজতে নেয়ার কথা বলা হয়েছে। সেনাবাহিনীতে থাকার সময় এরা অন্যায় করেনি, বিভিন্ন বাহিনীতে তাদের যখন পাঠানো হয়, তখন তারা এসব অপরাধে জড়ায়।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা নিয়ে আইনি ব্যাখ্যার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ২২ অক্টোবর হেফাজতে নেয়াদের ট্রাইব্যুনালে হাজির করার বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ব্রিফিংয়ে মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, মেজর জেনারেল কবির না জানিয়ে অবৈধভাবে ছুটিতে গেছেন। এয়ারপোর্টসহ সবাইকে বলা হয়েছে- উনি যেন দেশ ছাড়তে না পারেন। যারা গুম হয়েছেন, তাদের প্রতি সহানুভূতিশীল সেনাবাহিনী। সকল অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থানে সেনাবাহিনী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ ২ যুবক আটক
২০ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০০:১৫





টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
২০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪০:৫৪


নলডাঙ্গায় পুলিশের অভিযানে টাকাসহ চোর আটক
নলডাঙ্গায় পুলিশের অভিযানে টাকাসহ চোর আটক
২০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:২৭:০৩

বাড়লো স্বর্ণের দাম, ভরি ২,৩৮,৮৭৯ টাকা
বাড়লো স্বর্ণের দাম, ভরি ২,৩৮,৮৭৯ টাকা
২০ জানুয়ারী ২০২৬ সকাল ১১:১৮:৪৫



Follow Us