• ঢাকা
  • |
  • শুক্রবার ১৪ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:২৯:১২ (29-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

রোহিঙ্গা সংকট বাংলাদেশের শরীরে ক্যানসারের মতো: ড. খলিলুর রহমান

২৬ আগস্ট ২০২৫ সকাল ০৮:৩১:০৫

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের শরীরে ক্যানসারের মতো। এর দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন। ইস্যুটি এতদিন আইসিইউতে ছিল, আমরা চিকিৎসা শুরু করেছি। সব ডাক্তার মিলে এর চিকিৎসা করে সারিয়ে তুলতে হবে।’

২৫ আগস্ট সোমবার কক্সবাজারে তিন দিনব্যাপী রোহিঙ্গা কনফারেন্স বিষয়ক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে অন্তর্বর্তী সরকারের নেওয়া উদ্যোগের ধারাবাহিকতা রাখার আহ্বান জানিয়ে খলিলুর রহমান বলেন, এই সরকার যা করছে তা অন্তর্বর্তী কাজ নয়, যারাই ক্ষমতায় আসুক তারাও এই প্রক্রিয়া চালিয়ে নেবে। রাজনৈতিক নেতারা সেই অঙ্গীকার করেছেন।

তিনি বলেন, রোহিঙ্গারা দ্বীধাহীনভাবে ফেরত যাওয়ার আকুতি জানিয়েছে। ১ লাখ ৮০ হাজার ছাড়াও আরও বেশ কিছু সংখ্যক রোহিঙ্গাদের বিষয়ে ভেরিফিকেশিন সম্পন্ন করেছে মিয়ানমার। মিয়ানমারের পক্ষ থেকেও কিছু কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে।

মিয়ানমারের অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড পুরো অঞ্চলকে নিরাপত্তা হুমকিতে ফেলতে পারে বলেও হুঁশিয়ার করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
এক সপ্তাহে ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু
২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৫৪




সংবাদ ছবি
বকশীগঞ্জে ইয়াবাসহ আটক ১
২৯ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৪:৫৩