• ঢাকা
  • |
  • শুক্রবার ৭ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৩:২১:৪১ (22-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

জাতিসংঘ দূতের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের সহায়তায় অনুদান কমে যাওয়ায় প্রধান উপদেষ্টার উদ্বেগ

২২ আগস্ট ২০২৫ দুপুর ১২:৩৫:৫৭

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের দূত টম অ্যান্ড্রুজ।

২২ আগস্ট শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

অ্যান্ড্রুজ ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক রোহিঙ্গা কনফারেন্সে যোগ দিতে ঢাকা সফর করছেন। প্রধান উপদেষ্টা অনুষ্ঠানটি উদ্বোধন করবেন।

এসময় প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যুটিকে অগ্রাধিকার দেয়ার ক্ষেত্রে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তা দেয়ার জন্য বাংলাদেশ এবং দীর্ঘমেয়াদি সমাধানের আশাকে বাঁচিয়ে রাখার জন্য ড. ইউনূসের প্রতি বিশ্ব কৃতজ্ঞ বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাতে অ্যান্ড্রুজ আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে বিশাল পরিসরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কনফারেন্স আয়োজন করায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

এসময় ড. ইউনূস রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব অনুদান কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন। অ্যান্ড্রুজকে রোহিঙ্গাদের অনুদান বাড়াতে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

আগামী ২৫ আগস্ট কক্সবাজারে ‘অংশীজন সংলাপ: রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনে আলোচনার জন্য প্রাপ্ত বার্তা’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ঢাকায় থাকা কূটনীতিকদের এ বিষয়ে ১৭ আগস্ট ব্রিফ করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ব্রিফিংয়ে রোহিঙ্গা পরিস্থিতি তুলে ধরে এ সম্মেলনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

কূটনীতিকদের ব্রিফিং শেষে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, ‘এক সময় রোহিঙ্গা ইস্যুটি আন্তর্জাতিক আলোচনার এজেন্ডা থেকে প্রায় বাদ পড়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদে গিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য সব সদস্য রাষ্ট্রকে আহ্বান জানিয়েছিলেন। এই আহ্বানে তাৎক্ষণিকভাবে এবং সর্বসম্মতিক্রমে সাড়া পাওয়া যায় এবং জাতিসংঘ সাধারণ পরিষদ এই সম্মেলন আহ্বানের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্বের ১০৬টি দেশ এই সম্মেলনকে স্পন্সর করেছে। এখন যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন রয়েছে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
এবার বন্ধ হচ্ছে ৯ আর্থিক প্রতিষ্ঠান
২২ আগস্ট ২০২৫ দুপুর ০২:১৮:২৫