• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই ভাদ্র ১৪৩২ রাত ০৯:৪৬:৩৪ (21-Aug-2025)
  • - ৩৩° সে:

জাতীয়

টেকসই উন্নয়নে নারীর জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য: উপদেষ্টা রিজওয়ানা

২১ আগস্ট ২০২৫ রাত ০৮:৩৩:৩৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: নারীর জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নারী নির্যাতন বন্ধ এবং জেন্ডার-সংবেদনশীল নীতি প্রণয়নে সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

২১ আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উইমেন) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ গীতাঞ্জলি সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তারা কেয়ার ইকোনমির চ্যালেঞ্জ, নারীর নেতৃত্ব বিকাশ, সরকারি ও বেসরকারি উভয় ক্ষেত্রে যৌন হয়রানি প্রতিরোধসহ নানা অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ এসব বিষয়ে সহযোগিতা জোরদারের ব্যাপারে সম্মত হয় এবং টেকসই উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা অর্জনে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।

আলোচনায় আরও বলা হয়, সরকার, আন্তর্জাতিক সংস্থা ও সুশীল সমাজের সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক এবং ন্যায়সংগত সমাজ গড়ে তোলা সম্ভব।

সাক্ষাৎ শেষে বাংলাদেশ সরকার ও ইউএন উইমেনের অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। লক্ষ্য হলো—জেন্ডার ন্যায়বিচার প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বাড়ানো এবং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে নারীরা সহিংসতা ও বৈষম্যমুক্তভাবে বিকশিত হতে পারবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ