নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘তারেক রহমান কোনো সাংঘর্ষিক রাজনীতি করতে চান না। তিনি বলেছেন, সাংঘর্ষিক রাজনীতিতে যাওয়া যাবে না। প্রতিপক্ষ যা-ই করুক, বিএনপি সংঘর্ষে যাবে না।’

আমীর খসরু বলেন, ‘গণতন্ত্র থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি সবার আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে বলেই রাজনৈতিক সহনশীলতা চর্চা করে যাচ্ছে এবং সাংঘর্ষিক রাজনীতি চায় না দলটি।’


২৩ নভেম্বর রোববার দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা করা ৩১ দফায় আগামীর রাষ্ট্র ভাবনা ও দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রেক্ষাপট নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
যত সংস্কারই করা হোক, রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন না হলে দেশ ভালোর দিকে এগোবে না উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিতে সহনশীলতা থাকা জরুরি। মতের অমিল থাকতেই পারে, কিন্তু সম্মান দেখাতে হবে। দিনের শেষে গণতন্ত্র ছাড়া অন্য কোনো পথ নেই।
তিনি বলেন, ‘দেশের শিক্ষা প্রায় ধ্বংস হয়ে গেছে। কর্মসংস্থানের চাহিদার সঙ্গে শিক্ষার সামঞ্জস্য নেই। সবাই ম্যাট্রিক, আইএ, বিএ, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার দিকে ছুটছে। কিন্তু দেশের ভোকেশনাল রিকোয়্যারমেন্টের দিকে কেউ মনোযোগ দিচ্ছে না।’
চীনের উদাহরণ টেনে তিনি বলেন, চীনে স্কুল থেকেই ৬০ শতাংশ শিক্ষার্থী ভোকেশনাল স্কুলে যায়। তারা ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, মেশিনিস্ট হয়ে বের হয় এবং দেশের অর্থনীতিকে টেনে নেয়। আমাদের দেশেও স্কিল ডেভেলপমেন্ট ছাড়া শিল্পে, আইটি সেক্টরে বা ফ্যাক্টরিতে চাকরি সৃষ্টি হবে না।
আমীর খসরু বলেন, ‘বিএনপির লক্ষ্য এক কোটি কর্মসংস্থান। বিএনপি ভোকেশনাল ট্রেনিং, আইটি ট্রেনিং এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়িয়ে এক কোটি কর্মসংস্থান তৈরি করতে চায়। ম্যাট্রিক, আইএ, বিএ পাস করা বিপুলসংখ্যক বেকার তরুণ-তরুণীকে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে কর্মজীবনে যুক্ত করা হবে।’
তিনি কড়া ভাষায় বলেন, ‘ওনারা যাই করুক, আমরা কিন্তু সাংঘর্ষিক রাজনীতির দিকে যাচ্ছি না। এটাই বিএনপির আগামী দিনের রাজনীতি।’
তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, ‘রাজনীতিকে নতুন প্রজন্মের চিন্তা, যুক্তি ও তথ্যের মানদণ্ডে নিজেদের সাজাতে হবে। এখন স্লোগানের রাজনীতি নয়। এক্ষেত্রে তারেক রহমান যে নতুন ধারার রাজনীতি শুরু করেছেন, সেটাই বিএনপির ভবিষ্যৎ।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন ভেঙে পড়ার পর দেশের মানুষের মনে বিশাল পরিবর্তন এসেছে। তৈরি হয়েছে আকাশচুম্বী প্রত্যাশা। বিএনপি সেই প্রত্যাশা ধারণ করছে। আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পেরেছেন। আমরা এখন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। যারা জনগণের আকাঙ্ক্ষা ধারণ করতে পারে না, তাদের কোনো রাজনীতি বাংলাদেশের থাকবে না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available