• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে পৌষ ১৪৩২ সকাল ১০:০৪:৫০ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

আগ্রাসনবিরোধী আন্দোলনের স্বীকৃতি

"জুলাই বার্তাবীর" হলেন ঢাকসাসের ৬ সাংবাদিক

১০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৩০:১৪

"জুলাই বার্তাবীর" হলেন ঢাকসাসের ৬ সাংবাদিক

ঢাকা কলেজ : ঢাকা কলেজ সাংবাদিক সমিতির(ঢাকসাস) ইতিহাসে যুক্ত হলো আরেকটি গৌরবময় ও স্মরণীয় অধ্যায়। জুলাই গণঅভ্যুত্থানে সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সংকটপূর্ণ সময়ে দায়িত্বশীল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে সংগঠনটির ৬ জন সদস্য একসঙ্গে ‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

Ad

এই সম্মাননা অর্জনের মধ্য দিয়ে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সদস্যরা শুধু নিজেদের পেশাগত দক্ষতারই প্রমাণ দেননি, বরং সংগঠনের দীর্ঘদিনের ঐতিহ্য ও মর্যাদাকেও নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন।

Ad
Ad

ফেলানী হত্যা দিবসে আগ্রাসনবিরোধী আন্দোলনের উদ্যোগে ও জেএএম সংস্থার সার্বিক সহযোগিতায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) দিনব্যাপী আগ্রাসনবিরোধী জুলাই সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে শহীদ পরিবার, আহত যোদ্ধাসহ প্রায় ১২শ জনের মাঝে সম্মাননা স্মারক ও চেক বিতরণ করা হয়। এর মধ্যে জুলাইয়ে সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ১০২ জন সাংবাদিককে বার্তাবীর সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন- ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক রূপালী বাংলাদেশ মাল্টিমিডিয়ার ইনচার্জ রহমাতুল্লাহ, সাবেক সহ-সভাপতি ও বাংলা ভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার কেফায়েত শাকিল, জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুর রহমান, ঢাকসাসের প্রচার সম্পাদক ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. ফয়সাল আহমেদ ও জনকণ্ঠের স্টাফ রিপোর্টার আল জুবায়ের বাদশা।

সংগঠনটির সদস্য সচিব আলামিন আটিয়া ও ডাকসুর সদস্য তাজিনুর রহমানের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেএএম সংস্থার চেয়ারম্যান মেহরিন উজমা। এ ছাড়া বিভিন্ন দল, ছাত্র সংগঠনের নেতা, শহীদ পরিবারের সদস্য, আহত এবং সাংবাদিকরা বক্তব্য রাখেন।

এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, শহীদ আবু সাঈদসহ সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এছাড়া অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞ। যারা সেসময় নির্বিচারে গুলি চালিয়েছে তাদের বিচার অবশ্যই এই বাংলার মাটিতে হতে হবে। আমরা আজ প্রাথমিকভাবে আপনাদের পাশে থাকতে পেরে আনন্দিত। আগামীতেও এই ধারা অব্যহত থাকবে। শুধু তাই নয়, আপনাদের কর্মসংস্থান কিভাবে তৈরি করা যায় তা নিয়েও আমরা কাজ করব।

এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিগবাতুল্ল্যাহ জুলাই যোদ্ধাদের পক্ষে সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন " জুলাই শহীদ ও শহীদ হাদির বিচার নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র হলে তার পরিনাম ভালো হবে না। বাংলার বুকে বিদেশি আধিপত্যবাদ কায়েম করে আর কোন নব্য ফ্যাসিবাদ কায়েম করতে দেয়া হবে না।

সভাপতির বক্তব্যে মো. তারেক আজিজ বলেন, ‘আহত জুলাই যোদ্ধাদের অংশগ্রহণ আন্দোলনের চেতনাকে নতুন করে উজ্জীবিত করেছে। ন্যায়বিচার নিশ্চিত করা এবং আগ্রাসনমুক্ত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি ।

এ সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শহীদ, আহত ও নির্যাতিতদের পরিবারকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি জুলাই আন্দোলনে সাহসী অবদান রাখার জন্য স্বীকৃতি স্বরূপ ১০২ জন সাংবাদিককে "জুলাই বার্তাবীর" সম্মাননা প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইবি আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপন
ইবি আইসিটি বিভাগের রজতজয়ন্তী উদযাপন
১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৪২:৩১


রোববার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
রোববার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়
১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:৩৫:২৭



বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২৫:৫৫

খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
খুলনায় প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:২১:৫৮


আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ
আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক আজ
১১ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৫:৫৪


Follow Us