• ঢাকা
  • |
  • রবিবার ৩রা কার্তিক ১৪৩২ ভোর ০৫:৩৫:১৪ (19-Oct-2025)
  • - ৩৩° সে:

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র নেতৃবৃন্দ

বকশীগঞ্জে সাংবাদিক নাদিমের কবর জিয়ারত করলেন খায়রুল আলম রফিক

১৮ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫২:৩০

সংবাদ ছবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: সন্ত্রাসী হামলায় নিহত জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ এর চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজ এর সম্পাদক খায়রুল আলম রফিক।

এসময় তার সঙ্গে শাখা ইউনিট প্রধান রেজাউল করিম রেজা, আইন শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আলী আবির, সহকারী পরিচালক আনিসুর রহমান রুবেল, সহকারী পরিচালক (গণমাধ্যম) আবুল কাশেম ও ময়মনসিংহ জেলা ইউনিট প্রধান আবদুল মান্নান প্রতিনিধি দলে ছিলেন। 

Ad
Ad

১৮ অক্টোবর শনিবার বিকেলে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল’র ৬ সদস্যবিশিষ্ট একটি টিম সাংবাদিক নাদিমের বাড়িতে যান। প্রথমে তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।

Ad

এসময় নেতৃবৃন্দ সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম, কন্যা রাব্বিলাতুল জান্নাতের সঙ্গে হত্যা মামলাসংক্রান্ত বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন।

আলোচনাকালে সাংবাদিক নাদিমের পরিবার হত্যা মামলার অগ্রগতি নিয়ে হতাশা প্রকাশ করেন। তবে এই মামলা নিয়ে কোনো ধরনের টালবাহানা না করে এজাহারভুক্ত আসামিদের বিচার নিশ্চিত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে আশ্বাস প্রদান করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর নেতৃবৃন্দ। 

পরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল এর প্রধান খায়রুল আলম রফিকের নেতৃত্বে প্রতিনিধি দল সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের কবর জিয়ারত করেন এবং তার বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে সার্বিক বিষয়ে আলাপচারিতা করেন। 

এছাড়াও বকশীগঞ্জ উপজেলায় আর কোনো সাংবাদিক যেন মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার না হয় সেই বার্তা নিয়ে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এর সাথে আলাপচারিতা করেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রতিনিধিরা। সন্ধ্যায় সমসাময়িক বিষয় নিয়ে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন নেতৃবৃন্দ।

উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই মতবিনিময় সভায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতৃবৃন্দ ও উপজেলা প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রেসক্লাবে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল আলম রফিক বলেন, গণমাধ্যম কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন এটাই স্বাভাবিক। কিন্তু কিছু ব্যক্তির স্বার্থের আঘাত হানলে সাংবাদিকদের ওপর চালানো হয় নির্যাতন, মামলা হামলা। আজকের পর থেকে আর কোনো সাংবাদিক নির্যাতন সহ্য করা হবে না। যে যতবড় প্রভাবশালীই হোক না কেন সাংবাদিক নির্যাতনকারীদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।

তিনি আরও বলেন, আমরা যেভাবে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়েছি। সেভাবেই সাংবাদিক নাদিম হত্যার বিচার আদায় করা হবে। এসময় সকল সাংবাদিককে সত্যের পক্ষে থেকে কাজ করার আহ্বান জানান খায়রুল আলম রফিক। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
লুণ্ঠিত সারসহ বাল্কহেড জব্দ, গ্রেফতার ২
১৮ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩১:০৮



সংবাদ ছবি
রৌমারীতে ২ মোটরসাইকেল চোর আটক
১৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১১:৩৮




সংবাদ ছবি
টেনেটুনে ২০০ রান পার করলো বাংলাদেশ
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৬


Follow Us