নিজস্ব প্রতিবেদক: প্রেম-প্রকৃতি ও সৌন্দর্যের কবি, জামসেদ ওয়াজেদ-এর আজ ৫১তম জন্মদিন। ১৯৭৪ সালের ১১ জানুয়ারি তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার হাজিগঞ্জ থানার শ্রীপুর গ্রামে।

জামসেদ ওয়াজেদ প্রায় তিনদশকের অধিককাল ধরে কাব্যচর্চার পাশাপাশি শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন। চারপাশের ঘটমান প্রবাহ তীক্ষ্ণ দৃষ্টির দেদীপ্যমানতায় অন্তরঙ্গ করে তোলাই জামসেদ ওয়াজেদের কবিতার প্রধান বৈশিষ্ট্য। তিনি লিখছেন শিশুদের জন্য কবিতা, ছড়া ও গল্প। ১৭টি কাব্যগ্রন্থসহ তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০টি।


কর্মজীবন প্রবেশের সাথে সাথে নিজেই সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের কাগজ 'জলছবি'। এছাড়াও তিনি বাংলা কবিতার বাঁকবদলের ধারা সৃজন উন্মুখ 'ম্যাজিক লণ্ঠন' এর সম্পাদক এবং বাংলা একাডেমির জীবন সদস্য ।
শিল্প-সাহিত্যে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: পল্লীচিত্র গুণীজন সম্মাননা ২০০৬, খুলনা রাইটার্স ক্লাব পদক ২০০৭, কবিতাঙ্গন এওয়ার্ড ২০০৭, অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ সম্মাননা পদক রংপুর ২০০৭, পরিবেশ আন্দোলন সম্মাননা টাঙ্গাইল ২০০৮, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ কর্তৃক বিশেষ সম্মাননা ২০১১, বিন্দু-বিসর্গ সাহিত্য পুরস্কার ২০১২, নক্ষত্র সাহিত্য পুরস্কার ২০১৩, পলাশী সম্মাননা মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ ভারত ২০১৯, টাপুর টুপুর শিশু সাহিত্য সম্মাননা ২০১৯, প্রজন্ম ৭১ সম্মাননা ২০২০, চর্যাপদ সাহিত্য একাডেমী পুরস্কার ২০২০, রেডিওটুডে সেলিব্রেটি পার্সোন ২০২১, পেন প্যালেস্টীইন কর্তৃক ইয়াসির আরাফাত পিচ এওয়ার্ড ২০২২, স্বদেশ বিচিত্রা স্টার এওয়ার্ড ২০২৩, ম্যাজিক লন্ঠন সম্মাননা ২০২৪, জাতীয় মানবাধিকার সোসাইটি কর্তৃক প্রদত্ত হিউম্যান রাইটস এওয়ার্ড ২০২৪, নজরুল স্মৃতি পুরস্কার ২০২৪, মহীয়সী সাহিত্য পুরস্কার ২০২৫, রবীন্দ্র সাহিত্য ও সংস্কৃতি পুরস্কার ২০২৫, Best Poetry and Literary Award 2025 ভুটান, বগুড়া লেখক চক্র পুরস্কার ২০২৫ এবং মাইকেল মধুসুদন দত্ত সনেট সম্মাননা ২০২৫।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available