• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ সকাল ০৭:২৭:৩৫ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

দুর্গাপূজার মণ্ডপে দলবেঁধে নিরাপদে ঘুরবেন যেভাবে

২৭ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ০২:৪৮:৪৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। টানা পাঁচ দিন-২ অক্টোবর পর্যন্ত-ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে হবে পূজার আয়োজন। রাজধানীর মণ্ডপগুলোতে ইতোমধ্যেই চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা, শিগগিরই ভিড় জমবে দর্শনার্থীদের।

পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি এখন এক বড় সামাজিক উৎসব। পরিবার, বন্ধু কিংবা আত্মীয়দের সঙ্গে দলবেঁধে মণ্ডপে যাওয়া, আলো-সাজ দেখার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়া-সবই এ উৎসবের অংশ। তবে এত ভিড়ের মধ্যে ঢাকার ট্রাফিক আর যাতায়াতের ঝক্কি অনেক সময় আনন্দ মাটি করে দিতে পারে। এই সময়ে উবারের মত রাইড শেয়ারিং সার্ভিসগুলো ব্যবহার করে উৎসবে যাতায়াতকে সহজ ও ঝামেলামুক্ত করা যায়।

Ad
Ad

সবাই একসাথে, সবাই আনন্দে উৎসবের আসল আনন্দই হলো দল বেঁধে বের হওয়া। বন্ধুদের সঙ্গে রাতভর মণ্ডপে মণ্ডপে ঘোরা, পরিবারের সঙ্গে প্রতিমা দর্শন আর সাজসজ্জা উপভোগ করা-এসবই দুর্গাপূজার অংশ। তবে অনেক সময় সবাই একসাথে কোথাও যেতে চাইলে ছোট গাড়িতে জায়গা হয় না, আলাদা আলাদা গাড়ি নিলে আনন্দটাও খানিকটা ম্লান হয়ে যায়।

Ad

রাইড শেয়ারিং অ্যাপ উবারে আছে আছে বড় গাড়ি ডাকার সুবিধা। এতে একসঙ্গে ৭–৮ জন বসতে পারেন, ফলে পুরো দলটাই একসাথে থেকে ভ্রমণ করতে পারে। কারও পরিকল্পনায় যদি থাকে একদিনে একাধিক মণ্ডপ দেখা-পুরান ঢাকার পুরোনো মণ্ডপ থেকে শুরু করে কলাবাগান মাঠের জমজমাট আয়োজন, সেখান থেকে আবার বনানীর সাংস্কৃতিক অনুষ্ঠান-তাহলে একই গাড়িতে পুরো দিন কাটানো যায় আর শেষে ফেরাও হয় একসাথে।

শহরের বাইরে সহজ যাত্রা এদিকে আগামী ১ থেকে ৪ অক্টোবর দুর্গাপূজা উদযাপনের ছুটিতে যাচ্ছে সারা দেশ। এবার চার দিনের দীর্ঘ ছুটি সবাইকে আরও বেশি সময় উপভোগ করার সুযোগ দিচ্ছে। সুযোগ দিচ্ছে ঘুরে দেখার ও উৎসবের আনন্দে মগ্ন হওয়ার। দীর্ঘ এই ছুটিতে অনেকেই ঢাকা ছাড়ার কথা ভাবছেন। কেউ যাচ্ছেন সিলেটের চা বাগানে, কেউ বা কক্সবাজারের সমুদ্রের পথে। আবার অনেক পরিবার বাড়ি ফিরছে, কুমিল্লা, খুলনা বা বগুড়া।

পুরোনো দিনে বাসের টিকিটের জন্য লড়াই বা ব্যক্তিগত গাড়ির জন্য দরাদরি করতে হত। কিন্তু উবার ইন্টারসিটি সব সহজ করে দিয়েছে। কয়েকটি ট্যাপে গাড়ি বুক-ঢাকা থেকে যে কোনো জায়গায়। আগেই জানা থাকে ভাড়া, গাড়িও আরামদায়ক ও নির্ভরযোগ্য। 
নিরাপত্তায় ছাড় নয় পূজায় সময়ের বেঁধে দেয়া সীমায় চলা যায় না। পরিবার রাতভর মণ্ডপে থাকে, অনেকেই শহর জুড়ে ঘুরে বেড়ায়, দূরপথেও অনেক সময় লাগে। তাই নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উবার অ্যাপে রয়েছে নিরাপত্তার ফিচার। যেখানে প্রতিটি রাইড ২৪/৭ জিপিএস ট্র্যাকিং-এর মাধ্যমে দেখা যায়। ড্রাইভার ভেরিফায়েড-নাম, ছবি, গাড়ির নম্বর সব অ্যাপে থাকে। জরুরি বাটনও আছে। ট্রিপ শেয়ার করা যায়। তাই বাবা-মা, বন্ধুরা সব সময় নিশ্চিন্ত।

দুর্গাপূজা কেবল পূজা নয়, এটি আলো, সঙ্গীত, ঘুরে বেড়ানো আর মানুষের মিলনের উৎসব। এ সময় যাত্রা নিজেই হয়ে ওঠে আনন্দের অংশ। তাই ছুটির মুহূর্তগুলোকে শুধু প্যান্ডেল ঘুরে শেষ না করে, পরিবার ও বন্ধুদের সঙ্গে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাত্রায় উপভোগ করুন এই উৎসব। শেষ পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে শুধুই আনন্দের। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
নিবন্ধনের শর্ত পূরণ করেছে এনসিপি: ইসি
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৫:২৯


সংবাদ ছবি
বাংলাদেশে উন্মোচন হলো টেকনো পোভা ফাইভজি সিরিজ
৩০ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:২৩


সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৫৬
৩০ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৫:০৬




Follow Us