• ঢাকা
  • |
  • সোমবার ২২শে পৌষ ১৪৩২ সকাল ১১:২০:০৭ (05-Jan-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদীর জামিন

৪ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:০০:০৩

হবিগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মাহদীর জামিন

হবিগঞ্জ প্রতিনিধি: বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার বক্তব্য দেওয়া জুলাইযোদ্ধা মাহদী হাসানকে জামিন দিয়েছেন আদালত।

Ad

৪ জানুয়ারি রোববার সকাল ১০টায় শুনানি শেষে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট-৩ আবদুল মান্নান এর আদালত মাহদীর জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল ৮টায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

Ad
Ad

জানা যায়, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহদীকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, মাহদীকে পুলিশের কাজে বাধা প্রদানের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। উক্ত ঘটনায় আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা ব‍্যবস্থা নেয়া হয়েছে।

উল্লেখ্য, ৩ জানুয়ারি শনিবার রাত ৯টায় তাকে হবিগঞ্জ শহরের শাস্তোনগর এলাকা থেকে আটক করে হবিগঞ্জ সদর মডেল থানায় নেয়া হয়। এর প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা সদর মডেল থানার সামনে রাতভর বিক্ষোভ করে। এছাড়া ঢাকার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us