নিজস্ব প্রতিবেদক: বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট।

১ জানুয়ারি বৃহস্পতিবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেওয়া রায়ের ১৬ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়েছে।


এর আগে ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি এই রায় দেওয়া হয়। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে ২০২০ সালে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন।
রুলে জানতে চাওয়া হয়েছিল, নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কি না এবং এটি নাগরিকদের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কি না। ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে ২৭ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হয়।
রায়ে আদালত বলেন, সংবিধানের ৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়ার অধিকার মৌলিক অধিকার এবং তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
আদালত নিরাপদ পানির উৎস সংরক্ষণ, দূষণ ও শুকিয়ে যাওয়া রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেন।
আগামী এক বছরের মধ্যে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনাল, বিমানবন্দর, হাট-বাজার, শপিং মল, সরকারি হাসপাতাল, ধর্মীয় উপাসনালয়, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, উপকূলীয় ও পাহাড়ি এলাকা, আদালতসহ গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে নিরাপদ পানযোগ্য পানি নিশ্চিত করতে বলা হয়েছে।
আগামী ১০ বছরের মধ্যে সব নাগরিকের জন্য বিনামূল্যে নিরাপদ এবং অন্যান্য ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যে পানযোগ্য পানি নিশ্চিত করতে হবে। ২০২৬ সালের মধ্যে এ বিষয়ে গৃহীত ব্যবস্থার রিপোর্ট আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার শুনানিতে এমিকাস কিউরি হিসেবে মত দেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ, মিনহাজুল হক চৌধুরী ও ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available