নারায়ণগঞ্জ প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘আমরা নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে মুক্তির জায়গা হিসেবে দেখতে চাই। নারায়ণগঞ্জকে নির্যাতনের জায়গা থেকে ন্যায় বিচারের দিকে নিয়ে যাওয়ার জন্য ই-বেইল বন্ডের উদ্বোধন নারায়ণগঞ্জ থেকে হলো।’
১৫ অক্টোবর বুধবার নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ই-বেইল বন্ড প্রবর্তন ন্যায়বিচারে সহজগম্যতা শীর্ষক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘নারায়ণগঞ্জ ছিল বিভিন্ন ধরনের গডফাদারদের জায়গা, এখানে ন্যায় বিচার পাওয়া কষ্টকর ছিল। তাই আমরা এই ন্যায় বিচারের সূচনা নারায়ণগঞ্জ থেকেই করলাম।’
সংস্কারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যে সংস্কারগুলো করেছি তার মূল উদ্দেশ্য হলো ন্যায় বিচার নিশ্চিত করা, বিচারপ্রার্থী মানুষের ভোগান্তি কমানো, তাদের অর্থের সাশ্রয় করা।’
বিচারের জন্য সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাক্ষ্যের বিষয়ে তিনি বলেন, ‘যেসব সরকারি কর্মকর্তা যেমন ডাক্তার, ম্যাজিস্ট্রেট, পুলিশ তাদের সাক্ষ্যকে দ্রুত করার জন্য আমরা অনলাইন ভিত্তিক করে ফেলবো।’
উচ্চ আদালতের দীর্ঘসূত্রিতার কথা উল্লেখ করে তিনি বলেন ,‘অনেক সময় দেখা যায় নিম্ন আদালতে বিচারকার্য শেষ হয়ে যায়, কিন্তু উচ্চ আদালতে বছরের পর বছর মামলা ঘুরতে থাকে। এই হয়রানি দূর করার জন্য আমরা সংস্কারের ব্যবস্থা করছি।’
এসময় ই-বেইল ম্যানেজমেন্ট সিস্টেম ভিডিওর মাধ্যমে প্রদর্শন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন, আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, জেলা সিভিল সার্জন আবুল ফজল মো. মশিউর রহমান, এড. সাখাওয়াত হোসেন খান, এড. আব্দুল বারি ভূঁইয়া, এড. সরকার হুমায়ুন কোবির, এড. আবু আল ইউসুফ খান টিপু, এড. আনোয়ার প্রধান। এছাড়া নারায়ণগঞ্জ আদালত পাড়ার বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available