• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে আশ্বিন ১৪৩২ রাত ১২:২৮:৪৩ (13-Oct-2025)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:৫৭:১৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মাদক মামলায় চরবাগডাঙ্গা ইউপি সদস্য জুয়েল রানা ও তার সহযোগী ববিতা খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১২ অক্টোবর রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে অনুপস্থিত ছিলেন।

Ad
Ad

দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউপি সদস্য এবং একই ইউনিয়নের ফাটাপাড়ার আমীর আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বেলেপুকুর মহল্লায় বসবাস করছেন। অপর আসামি ববিতা খাতুন চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার ভাড়াটিয়া মুকুল রানার স্ত্রী।

Ad

জুয়েল রানা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ময়েজ উদ্দিন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ২০২৩ সালের ১৪ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগানে ববিতার ভাড়াবাড়ি থেকে ৭৫০ গ্রাম এবং জুয়েল রানার বেলেপুকুরের বাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করেন। এ ঘটনায় সংস্থাটির উপপরিদর্শক মো. আসাদুর রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার তদন্ত শেষে একই বছরের ১৫ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এই রায় ঘোষণা করেছেন। তবে রায় ঘোষণার সময় আসামি জুয়েল রানা আদালতে উপস্থিত ছিল না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
সত্যিই কি ভেঙে ফেলা হচ্ছে আইফেল টাওয়ার
১২ অক্টোবর ২০২৫ রাত ০৮:১৮:৪৮




সংবাদ ছবি
আজ সাংবাদিক রাশেদ কাঞ্চনের জন্মদিন
১২ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:৩৯



Follow Us