• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই মাঘ ১৪৩২ দুপুর ১২:২৮:৫৫ (22-Jan-2026)
  • - ৩৩° সে:

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬

বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সাম্প্রতিক বিক্ষোভে মৃতদের সংখ্যা প্রকাশ করেছে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকার। ২১ জানুয়ারি বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন জানায়, বিক্ষোভে মোট ৩ হাজার ১১৭ জন নিহত হয়েছেন।

Ad

নিহতদের মধ্যে ২ হাজার ৪২৭ জনকে ‘শহীদ’ এবং ৬৯০ জনকে ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের বরাত দিয়ে জাতীয় নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী আকবর পৌরজামশিদিয়ান বলেন, নিহত ‘সন্ত্রাসী-দাঙ্গাকারী’ হিসেবে চিহ্নিতরা সরকারি ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছেন। ‘শহীদ’-এর তালিকায় সাধারণ বেসামরিক বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন।

Ad
Ad

তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিক্ষোভ শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৪ হাজার ৫৬০। অন্য অনানুষ্ঠানিক সূত্রে এই সংখ্যা ১৫ হাজারের বেশি হতে পারে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এখনও independently এই সংখ্যাগুলো যাচাই করতে পারেনি।

বিক্ষোভগুলো জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি ও মূল্যস্ফীতি বিরোধী আন্দোলন হিসেবে ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়। কয়েক দিনের মধ্যে তা দেশটির ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে, এবং পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপের ফলে বিক্ষোভ-উত্তেজনা অনেকটা প্রশমিত হয়েছে। সূত্র: এপি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান
২২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৩৭:৪৬




Follow Us