• ঢাকা
  • |
  • রবিবার ২০শে পৌষ ১৪৩২ রাত ০১:৩৯:৩৭ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

দূষিত পানি পান করে ভারতে অন্তত ৯ জনের মৃত্যু

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:৫১:২৭

দূষিত পানি পান করে ভারতে অন্তত ৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে দূষিত পানি পান করার ফলে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই শতাধিক মানুষ।

Ad

৩ জানুয়ারি শনিবার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Ad
Ad

প্রতিবেদনে বলা হয়, মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা গেছে, দূষিত পানি পান করার কারণে শহরটিতে ডায়রিয়ার মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

শহরের ভাগীরপুর এলাকায় একটি পানির পাইপলাইনে লিকেজের কারণে পানযোগ্য পানিতে দূষণ ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পরীক্ষার মাধ্যমে ওই পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার উপস্থিতি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন যৌথভাবে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা চালাচ্ছে এবং বিশুদ্ধ পানির নিশ্চয়তার জন্য ক্লোরিন ট্যাবলেট বিতরণ করছে।

উল্লেখ্য, গেলো আট বছর ধরে পরিচ্ছন্নতা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকে ‘ক্লিনেস্ট সিটি অব ইন্ডিয়া’ হিসেবে পরিচিত মধ্যপ্রদেশের ইন্দোর শহরে এ ধরনের ঘটনা উদ্বেগ সৃষ্টি করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us