• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ রাত ১০:৩০:২৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

৩০ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৪:১০

ভেনেজুয়েলার আকাশসীমা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর ও দক্ষিণ আমেরিকার দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মাঝেই ভেনেজুয়েলা ও এর চারপাশের আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধের নির্দেশ দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Ad

২৯ নভেম্বর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারলাইন্স, পাইলট এবং মাদক ও মানব পাচারকারীদের এসব আকাশসীমা এড়িয়ে চলার আহ্বান জানান তিনি। মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন এই সতর্কবার্তা দেন ট্রাম্প। 

Ad
Ad

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প প্রশাসন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলাকে মাদুরোর নেতৃত্বে ওই সব অবৈধ মাদক সরবরাহে জড়িত বলে অভিযোগ করে আসছে, যা যুক্তরাষ্ট্রে বহু মানুষের প্রাণ নিয়েছে। মাদুরো অবশ্য তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেন। 

এর আগে, মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরে একের পর এক নৌযানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। যার চরমে ভেনেজুয়েলার সাথে উত্তেজনা চরমে পৌঁছেছে। পরবর্তীতে, ২৩ নভেম্বর ভেনেজুয়েলায় শিগগিরই নতুন ধাপের অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক চার মার্কিন কর্মকর্তা। 

রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান, বিবেচনাধীন বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে হটানোর পরিকল্পনাও রয়েছে। ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানে কথা বললেও বিশ্লেষকদের মত, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতেই এই তৎপরতা দেশটি।

অপরদিকে, ২০১৩ সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরো অভিযোগ করেছেন, ট্রাম্প তাকে উৎখাত করতে চান। তবে, ভেনেজুয়েলার জনগণ ও সামরিক বাহিনী এমন প্রচেষ্টা প্রতিহত করবে বলে দাবি করেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
গণভোটে হ্যাঁ এর পক্ষে বিএনপি: তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২১:২৫






শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
শীতের পিঠায় হাসি ফুটল এতিম শিশুদের মুখে
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২৪



শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:১০


Follow Us