• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৫:২২ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮

২৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৩:২১

হংকংয়ে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ১২৮

নিজস্ব প্রতিবেদক: ৬৩ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে শোকে স্তব্ধ হংকং। উত্তরাঞ্চলের তাই পোতে অবস্থিত ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১২৮ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এখনো ২০০ জনের মতো নিখোঁজ রয়েছে।

Ad

২৮ নভেম্বর শুক্রবার হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং জানান, উদ্ধার তৎপরতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে আগুন প্রায় সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে। ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সে ৪ হাজার ৬০০ এর বেশি মানুষ বসবাস করতেন। ১৯৮৩ সালে নির্মিত এই কমপ্লেক্সে সংস্কার কাজ চলছিল। তাই ভবনগুলো বাঁশের মাচা ও সবুজ জাল দিয়ে ঢাকা ছিল। সেগুলোই পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হয়ে দাঁড়ায়।

Ad
Ad

পুলিশ জানায়, অনিরাপদ সামগ্রী ব্যবহারের অভিযোগে একটি নির্মাণ কোম্পানির তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই অগ্নিকাণ্ডই এখন ১৯৪৮ সালের পর হংকংয়ের সবচেয়ে প্রাণঘাতী ঘটনা। সেই বছর একটি গুদামে অগ্নিকাণ্ডে ১৭৬ জন মারা গিয়েছিলেন। সাম্প্রতিক এই ঘটনাকে লন্ডনের গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ডের সঙ্গেও তুলনা করা হচ্ছে, যেখানে ২০১৭ সালে ৭২ জন প্রাণ হারান।

হংকংয়ের প্রধান নির্বাহী জন লি ঘোষণা করেছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় সরকার ৩০ কোটি হংকং ডলার (প্রায় ৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার) তহবিল গঠন করবে। চীনের বেশ কয়েকটি বড় টেক কোম্পানিও অনুদানের ঘোষণা দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
গুলশান থেকে তরুণীর গলাকাটা লাশ উদ্ধার
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৪৩





ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০১:৪৮


জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪:২৭



Follow Us