• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৫০:২৫ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

আসিয়ান সম্মেলনে ট্রাম্প-লুলা বৈঠক, সম্পর্ক উন্নয়নে আশার বার্তা

২৭ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪০:১২

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সাম্প্রতিক শুল্ক-বিরোধের মধ্যেও দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত পাওয়া গেছে এই বৈঠকে।

ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকটি ছিল ‘গঠনমূলক ও ইতিবাচক’। বৈঠক শেষে লুলা বলেন, ‘আমরা সম্মত হয়েছি—আমাদের দলগুলো অবিলম্বে আলোচনায় বসবে, যাতে শুল্ক ও নিষেধাজ্ঞা সম্পর্কিত সমস্যাগুলোর দ্রুত সমাধান খুঁজে বের করা যায়।’

Ad
Ad

গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসন হঠাৎ করে ব্রাজিল থেকে আমদানি করা বেশিরভাগ পণ্যে শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করে দেয়। তখন ট্রাম্প এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করেছিলেন, সাবেক ব্রাজিলীয় প্রেসিডেন্ট জায়ার বলসোনারোকে ঘিরে ‘উইচ হান্ট’ বা রাজনৈতিক প্রতিশোধমূলক মামলাগুলোর বিষয়।

Ad

বলসোনারো ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর অভ্যুত্থান চেষ্টার দায়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন তিনি। তার সমর্থকেরা রাজধানী ব্রাসিলিয়ার সরকারি এলাকায় দাঙ্গা সৃষ্টি করে, যা অনেকের কাছে ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসির কংগ্রেস হামলার পুনরাবৃত্তি মনে করিয়ে দেয়।

এই ঘটনার পর যুক্তরাষ্ট্র ব্রাজিলের একাধিক সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, যাদের মধ্যে সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে দে মোরাইসও আছেন। তিনি বলসোনারোর মামলার বিচার কার্যক্রম তদারকি করেছিলেন।

আসিয়ান সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘আমরা উভয় দেশের জন্যই বেশ কিছু ভালো চুক্তি করতে পারব বলে আমি মনে করি।’

ট্রাম্প আরও জানান, বলসোনারো ইস্যু নিয়ে তার উদ্বেগ থাকলেও, যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সম্পর্ক শক্তিশালী থাকবে বলে আশা করছেন।

অন্যদিকে, লুলা আগে থেকেই যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধিকে ‘ভুল সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছিলেন। তিনি বলেন, গত ১৫ বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রাজিলের বাণিজ্যে ৪১০ বিলিয়ন ডলারের উদ্বৃত্ত থাকা সত্ত্বেও এভাবে শুল্ক আরোপ ‘অন্যায্য’।

ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা জানান, আলোচনাগুলো অবিলম্বে শুরু হবে এবং ব্রাজিল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে আলোচনার সময় পর্যন্ত শুল্ক আরোপ স্থগিত রাখতে।

মাওরো বলেন, ‘আমরা আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই—সম্ভবত কয়েক সপ্তাহের মধ্যেই—দুই দেশের মধ্যে খাতভিত্তিক সব শুল্ক-সংক্রান্ত আলোচনার সমাধান হবে।’

মাওরো ভিয়েরা আরও জানান, লুলা বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা করার প্রস্তাবও দেন। যুক্তরাষ্ট্র বর্তমানে ভেনেজুয়েলা উপকূলে তার অন্যতম বৃহত্তম যুদ্ধজাহাজ মোতায়েন করেছে এবং দেশটির বিরুদ্ধে বিমান হামলার হুমকি দিয়েছে, যা কারাকাস সরকার ‘মিথ্যা অজুহাত’ বলে দাবি করছে।

উচ্চ মার্কিন শুল্কের কারণে বিশ্বব্যাপী গরুর মাংস ও কৃষিপণ্যের বাজারে পরিবর্তন দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে দাম বেড়েছে, আর ব্রাজিল চীনসহ তৃতীয় দেশগুলোতে রপ্তানি বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নিচ্ছে।

বৈঠকে বলসোনারোর নাম উল্লেখ করা হয়নি বলে নিশ্চিত করেছেন ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সচিব মার্সিও রোজা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
বাংলাদেশ ও পাকিস্তানের নবম জেইসি বৈঠক শুরু
২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১১:৪৪






Follow Us