• ঢাকা
  • |
  • শুক্রবার ২৫শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:৪৭:১০ (10-Oct-2025)
  • - ৩৩° সে:

যে কারণে শান্তিতে নোবেল পেলেন মারিয়া

১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৪৪:৫৮

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। ২০২৫ সালে শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিক মারিয়া কোরিনা মাচাদো। তিনি ভেনিজুয়েলার গণতন্ত্র আন্দোলনের নেতা।

১০ অক্টোবর শুক্রবার বাংলাদেশ সময় বিকাল ৩টায় তার নাম ঘোষণা করা হয়।

Ad
Ad

নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, মাচাদো ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একনায়কতন্ত্র থেকে শান্তিপূর্ণভাবে গণতন্ত্রে রূপান্তরের জন্য যে অক্লান্ত লড়াই চালিয়ে যাচ্ছেন, তার জন্যই তিনি এই পুরস্কারের যোগ্য।

Ad

শান্তি পুরস্কারকে নোবেলের মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে দেখা হয়। ২০০৬ সালে একমাত্র বাংলাদেশি হিসেবে এটি জিতেছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে পাকিস্তানের মালালা ইউসুফজাই নোবেল পান। তার পর থেকে আর কেউ তার চেয়ে কম বয়সে নোবেল পায়নি। অন্যদিকে, ১৯৯৫ সালে বয়সে প্রবীণতায় জোসেফ রটব্লাট নোবেল পান। এখন পর্যন্ত মোট ৩১টি প্রতিষ্ঠান নোবেল শান্তি পুরস্কারের সম্মান পেয়েছে। গত বছর জাপানের সংগঠন নিহন হিদানকিওকে পুরস্কৃত করা হয়; তারা পারমাণবিক বোমা হামলার বেঁচে থাকা মানুষদের প্রতিনিধিত্ব করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত পৃথিবীর জন্য কাজ করে আসছে।

বৃহস্পতিবার ট্রাম্প ওবামা সম্পর্কে তীব্র সমালোচনা করে বলেন, ‘ওবামা নোবেল পেয়েছিলেন, কিন্তু তিনি জানতেন না কেন। ওবামা আমাদের দেশ ধ্বংস করেছে।’ ট্রাম্প দাবি করেন, তিনি আটটি যুদ্ধ বন্ধ করেছেন এবং সে কারণে নোবেল পাওয়ার দাবি রয়েছে— তবে নোবেল কমিটির ফলাফলে তার সেই স্বপ্ন অধরাই থেকে গেল।

এবারের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়েছে, যার মধ্যে ২৪৪ ব্যক্তি এবং ৯৪টি সংস্থা ছিল। ট্রাম্প ছাড়াও অন্য সম্ভাব্যদের মধ্যে ছিল সুদানের ইমারজেন্সি রেসপন্স রুমস এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস, যারা যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে মানবাধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতা রক্ষায় কাজ করে আসছে।

প্রতিটি নোবেল পুরস্কারের অর্থমূল্য ১১ মিলিয়ন সুইডিশ ক্রোনার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার)। বিজয়ীরা পাচ্ছেন একটি সোনার পদক ও ডিপ্লোমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বনশ্রীতে ‘মাইক্লো বাংলাদেশ'-এর যাত্রা শুরু
১০ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:২৭





সংবাদ ছবি
শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম আর নেই
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৫৩:১৩

সংবাদ ছবি
ইসরাইলের হাত থেকে মুক্তি পেলেন শহিদুল আলম
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৪৬:২৩

সংবাদ ছবি
টাঙ্গাইলে বিশ্ব ডিম দিবস উদযাপিত
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:০৬

সংবাদ ছবি
বিমানবন্দরে ৬৫ ভরি সোনাসহ আটক ২
১০ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:২০:৫৭


Follow Us