• ঢাকা
  • |
  • রবিবার ৬ই আশ্বিন ১৪৩২ রাত ০৮:২৫:০২ (21-Sep-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ফিলিপাইনে দুর্নীতির বিরুদ্ধে হাজার হাজার মানুষের বিক্ষোভ

২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:০৬:৫৬

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ দুর্নীতি-বিরোধী বিক্ষোভ করেছেন।

২১ সেপ্টেম্বর রোববার বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হওয়ায় দেশটির ক্ষুব্ধ জনতা এ বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সম্ভাবনা ঘিরে রাতেই দেশটির পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যদেরও মোতায়েন করা হয়।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ও চরম মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। দেশটিতে এই বিক্ষোভে পুলিশি সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে।

ম্যানিলায় রোববারের বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’’ লেখা ব্যানার নিয়েও বিক্ষোভ করেন এবং দুর্নীতিতে জড়িতদের বিচারেরে দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘‘আমরা দারিদ্র্যের মাঝে ডুবে আছি। আমাদের ঘরবাড়ি, জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছি, অথচ তারা আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনে, বিদেশ ভ্রমণ করে এবং বিশাল বিশাল ব্যবসা করে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’’

তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে মানুষ আর শোষণের শিকার হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রোববার সকালের দিকে রাজধানী ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

চলতি বছরের জুলাইয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের দেওয়া বার্ষিক ভাষণে ‘ভূতুড়ে অবকাঠামো প্রকল্পের’ এই কেলেঙ্কারি ঘটনা তুলে ধরার পর থেকেই দেশটিতে জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরে দেশের ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অনিয়ম তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেন মারকোস। প্রকল্পগুলোর মোট ব্যয় ছিল ৫৪৫ বিলিয়ন পেসো (৯.৫ বিলিয়ন ডলার)।

দেশটির ধনকুবের দম্পতি সারা ও প্যাসিফিকো ডিসকায়ার পরিচালিত একাধিক নির্মাণ কোম্পানি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি পেয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে এই দম্পতির মালিকানাধীন ইউরোপীয় ও মার্কিন বিলাসবহুল গাড়ি এবং এসইউভির ছবি প্রকাশিত হওয়ার পর জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে।

প্রেসিডেন্ট মারকোস বলেন, এই কেলেঙ্কারির প্রতিবাদে জনগণের বিক্ষোভকে তিনি দোষারোপ করেন না। তবে তিনি বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
দেশে শাওমির রেডমি-১৫ উন্মোচন
২১ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:০২

সংবাদ ছবি
ভৈরবে ১০২ কেজি গাঁজা উদ্ধার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪০
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২৭:৩১


সংবাদ ছবি
সিদ্ধিরগঞ্জের আওয়ামী লীগ নেতা মেহেদী গ্রেফতার
২১ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৪২:০৫