• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ বিকাল ০৫:১৩:২০ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

কিম-পুতিনসহ চীনে মিলিত হতে যাচ্ছেন ২৬ রাষ্ট্রপ্রধান

২৮ আগস্ট ২০২৫ সকাল ১১:১২:২৪

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: চীনের রাজধানী বেইজিংয়ে আগামী ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে একটি বিশাল সামরিক কুচকাওয়াজ। সেখানে উপস্থিত থাকবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

বিবিসি জানিয়েছে, চীন-জাপান যুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে এ ‘বিজয় দিবস’ কুচকাওয়াজের আয়োজন করা হচ্ছে। এতে অংশ নেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ আরও ২৬ দেশের রাষ্ট্রপ্রধান।

প্রথমবারের মতো চীনা সেনাবাহিনীর নতুন কাঠামোও তুলে ধরা হবে এই আয়োজনে। থাকবে শত শত বিমান, ট্যাংক ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা। হাজার হাজার সেনা ও সাবেক যোদ্ধা তিয়ানআনমেন স্কয়ার দিয়ে মার্চ করবেন।

বিশ্লেষকদের মতে, ৭০ মিনিটের এই কুচকাওয়াজ বিশ্ব শক্তিগুলোর বিশেষ নজর কাড়বে। সেখানে শি জিনপিংয়ের পাশে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতি চীনের জন্য বড় কূটনৈতিক সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

এ সময়ে যুক্তরাষ্ট্রও সক্রিয় কূটনৈতিক পদক্ষেপ নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে বলেছেন, তিনি আবার কিমের সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গেও আলোচনা চলছে। অক্টোবরের শেষে ট্রাম্প ওই অঞ্চলে সফর করতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে।

কিম জং উন ছয় বছর পর বেইজিং যাচ্ছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে চীন সফর করেছিলেন। এর আগে ২০১৮ সালে তিনি এক বছরের মধ্যে তিনবার চীন গিয়েছিলেন, যা তার স্বভাবের তুলনায় ব্যতিক্রমী ছিল, কারণ তিনি সচরাচর বিদেশ সফরে যান না।

অন্যদিকে, জাপান ইউরোপীয় ও এশীয় দেশগুলোকে অনুরোধ করেছে যেন তারা চীনের এই কুচকাওয়াজে যোগ না দেয়। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে পুতিনের সঙ্গে মতবিরোধ থাকায় বেশিরভাগ পশ্চিমা নেতা এই আয়োজনে থাকবেন না বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
রামগড়ে মা-মেয়ে খুন: গ্রেফতার যুবক
২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:৫৩:৫০



সংবাদ ছবি
কালিয়াকৈরে নারী ভোটারদের ঝাড়ু মিছিল
২৮ আগস্ট ২০২৫ বিকাল ০৩:১৭:৪৩