• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে কার্তিক ১৪৩২ রাত ০৩:১৬:১০ (04-Nov-2025)
  • - ৩৩° সে:

সিরিয়ার মানবিজে মার্কিন ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:৩৭:৫১

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী মানবিজে যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দিশ সিরিয়ান ফোর্সেসের (এসডিএফ) সাথে সিরিয়ার তুরস্ক-সমর্থিত বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মার্কিন মধ্যস্ততায় হওয়া এই চুক্তিতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে এসডিএফ কমান্ডার মজলুম আবদি বুধবার ভোরে জানিয়েছেন।

Ad

২৭ নভেম্বর থেকে হামলা প্রতিরোধ করতে থাকা মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা যত দ্রুত সম্ভব ওই এলাকা থেকে সরে যাবে বলছিলেন আবদি। ওই এলাকায় মাত্র তিন দিনের সংঘর্ষে ২১৮ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

Ad
Ad

সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার ক্ষমতাচ্যুতির প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রের এক চুক্তি প্রত্যাখ্যান করেছিলেন। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপন করতেও অস্বীকার করেছিলেন তিনি। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা তাস এ খবর জানায়।

সিরিয়ার সাবেক কূটনীতিক বাসাম বারাবন্দি ওয়াশিংটন পোস্টকে বলেন, সিরিয়ায় বিদ্রোহীদের সশস্ত্র অভিযানের কয়েক সপ্তাহ আগে সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে যুক্তরাষ্ট্র সিরিয়ার সাবেক নেতা বাশার আল আসাদকে এই মর্মে প্রস্তাব পাঠায়, লেবাননে হিজবুল্লাহকে অস্ত্র সরবরাহের জন্য ইরানকে সিরীয় ভূখণ্ড ব্যবহারে অসম্মতি দিলে, যুক্তরাষ্ট্র ধীরে ধীরে তার নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। তবে আসাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

ওয়াশিংটন পোস্ট আরও জানায়, আসাদের জন্য আরও মারাত্মক ফল বয়ে আনে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের সাথে সম্পর্ক স্থাপনে তার অস্বীকৃতি। কুর্দি বাহিনী নিয়ন্ত্রণ এবং অন্তত কিছু সিরীয় শরণার্থীকে দেশে ফিরিয়ে আনার বিনিময়ে দামেস্কের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পরামর্শ দিয়েছিলেন এরদোগান।

সশস্ত্র বিরোধী দলগুলো আলেপ্পো এবং ইদলিব প্রদেশে সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানের বিরুদ্ধে ২৭ নভেম্বর এক বড় ধরনের হামলা শুরু করে। ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে তারা আলেপ্পো, হামা, ডেরা এবং হোমসসহ বেশ ক’টি বড় নগরী দখল নেওয়ার পরে ৮ ডিসেম্বর তারা দামেস্কে প্রবেশ করলে সিরিয়ার সরকারি বাহিনী নগরী ছাড়ে।

দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজি আল-জালালি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরে তার সম্মতি ব্যক্ত করেন। আসাদের পদত্যাগ ও ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে দেশ ত্যাগের খবর জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:১৪


সংবাদ ছবি
ঠাকুরগাঁও-১ আসনে লড়বেন মির্জা ফখরুল
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫৪:১১

সংবাদ ছবি
ঢাকাতে বিএনপির প্রার্থী হলেন যারা
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:২৮

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯


Follow Us