• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ দুপুর ০২:১৬:০৯ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

ইরানে বিক্ষোভ দমনে গ্রেফতার ৩০

২ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৩:৩০

ইরানে বিক্ষোভ দমনে গ্রেফতার ৩০

আন্তর্জাতিক ডেস্ক: জনশৃঙ্খলা বিঘ্ন ও সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ইরানে ৩০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। ৩১ ডিসেম্বর বুধবার রাতভর পুলিশ, নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দাদের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে তাসনিম নিউজ।

Ad

এদিকে দারিদ্র্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত ৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ইরানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

Ad
Ad

নিহতদের মধ্যে পাঁচজন বিক্ষোভকারী এবং একজন আধাসামরিক বাহিনী বাসিজের সদস্য। আহতদের মধ্যে ১৩ জন পুলিশ ও বাসিজের সদস্য, যারা বিক্ষোভকারীদের ছোড়া ইট-পাটকেলে আহত হন।

ইরানের মুদ্রা ইরানি রিয়ালের মান ডলারসহ বৈশ্বিক মুদ্রার বিপরীতে আরও কমে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও মূল্যস্ফীতির চাপ নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোকে দুরূহ করে তুলেছে।

এই পরিস্থিতিতে অর্থনৈতিক স্থবিরতা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৯ ডিসেম্বর তেহরানের দোকানমালিকরা ধর্মঘটের ডাক দেন। সেদিন রাজধানীর অধিকাংশ দোকানপাট ও শপিং কমপ্লেক্স বন্ধ ছিল। পরে সাধারণ মানুষের অংশগ্রহণে তা বিক্ষোভে রূপ নেয়।

নিহত ও আহতরা ইরানের লোর্দেগান, আজনা ও পশ্চিমাঞ্চলীয় শহর কৌদাশতের বাসিন্দা। ফার্স নিউজের বরাতে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন লোর্দেগান, তিনজন আজনা এবং একজন কৌদাশতের বাসিন্দা।

এছাড়া লোর্দেগানের একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনায় সংঘর্ষে ১৩ পুলিশ সদস্য ও চারজন বিক্ষোভকারী আহত হন। সূত্র: এএফপি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


‘ফুলের নদী কেউকেনহফ’
‘ফুলের নদী কেউকেনহফ’
২ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:৪৩:৫৩






জোনায়েদ সাকির বছরে আয় ৭ লাখ টাকা
জোনায়েদ সাকির বছরে আয় ৭ লাখ টাকা
২ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৮:১৪

ইরানে বিক্ষোভ দমনে গ্রেফতার ৩০
ইরানে বিক্ষোভ দমনে গ্রেফতার ৩০
২ জানুয়ারী ২০২৬ সকাল ১১:৪৩:৩০



Follow Us