প্রবাস ডেস্ক: চীনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব ও কৌশলগত সহযোগিতার সম্পর্ককে আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এই অনুষ্ঠানটি বাংলাদেশ দূতাবাস, বেইজিংয়ের আয়োজনে ও চাইনিজ পিপলস এসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ-এর সহযোগিতায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চীনের ১৪তম ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লুওসাং জিয়াংছুন।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাইনিজ পিপলস এসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ-এর ভাইস-প্রেসিডেন্ট লু সিয়াংদং, সহকারী পররাষ্ট্র মন্ত্রী লিউ বিন এবং মেজর জেনারেল জাং বাওছুন প্রমুখ।
এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা সরকারি কর্মকর্তা, প্রাক্তন রাষ্ট্রদূত, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে স্মারক খাম ও বিশেষ ম্যাগাজিন প্রকাশ করা হয়। এছাড়া, আগত অতিথিরা আনুষ্ঠানিকভাবে কেক কেটে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন।
বাংলাদেশে নিযুক্ত চীনের একজন প্রাক্তন রাষ্ট্রদূতসহ তিনজন বিশিষ্ট চীনা নাগরিক ও দুইটি প্রতিষ্ঠানকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশের শিল্পী ইমন চৌধুরী ও তার দল 'বেঙ্গল সিম্ফনি' এবং 'ডি রকস্টার' তারকা শুভ ও অনি হাসান অংশ নেন। তারা লালন সাঁই, হাসন রাজা, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দীন ও আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করে সকলকে মন্ত্রমুগ্ধ করেন। চীনের শিশু-কিশোররা নৃত্য পরিবেশন করে।
অনুষ্ঠানে বাংলাদেশের পর্যটন, বিনিয়োগের সুযোগ ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হয় ভিডিওচিত্র ও প্রদর্শনীর মাধ্যমে। অতিথিদের বাংলাদেশি পাটের তৈরি ব্যাগ, ম্যাগাজিন ও পর্যটন বিষয়ক প্রকাশনা উপহার দেওয়া হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available