টিটন কুমার ঘোষ, টঙ্গী প্রতিনিধি: টঙ্গী রতন স্মৃতি হরিজন যুব ক্রীড়া সংঘের উদ্যোগে নক আউট ওয়ান-ডে ফুটবল টুর্নামেন্ট টঙ্গীর ঐতিহাসিক টিআইসি মাঠে উদ্বোধন করেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সাধারণ সম্পাদক ও গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী জনাব গাজী সালাহউদ্দিন।
২৯ আগস্ট শুক্রবার সকাল ৯টায় উদ্বোধনী ম্যাচে ৮ জেলার ৮টি টিমের মধ্যে নক আউট পদ্ধতিতে এই খেলার উদ্ধোধনী খেলায় মুখোমুখি হয়।
দেওয়ানগঞ্জ ফুটবল একাদশ ও শান্তাহার স্পোর্টিং ক্লাব টিম। এসময় দুই পক্ষই গোল শূন্য ড্র করে। পরবর্তীতে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। নকআউট পর্বের খেলায় সান্তাহার টিমের জয়ে সেমিফাইনাল রাউন্ডে ওঠার আনন্দে মাতে টঙ্গী ঐতিহ্যবাহী স্টেডিয়ামের দর্শকবৃন্দ।
উদ্বোধন এর সময় সংক্ষিপ্ত বক্তব্যে জনাব গাজী সালাহউদ্দিন বলেন, বর্তমানের মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে মুক্ত করতে খেলাধুলা ও দেশীয় সংস্কৃতি চর্চার বিকল্প নাই। খেলাধুলা ও বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি সমাজ পরিবর্তনে কার্যকর ভূমিকা পালন করতে পারে। খেলার মাধ্যমে যুবসমাজকে মাদকাসক্তি সম্পর্কে সচেতন করা সম্ভব। খেলা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে খেলা শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টঙ্গী পূর্ব থানা বিএনপি সহ-সভাপতি লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, ৪৬ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান সোহেল, টঙ্গী পূর্ব থানা বিএনপি'র সহ- সাংগঠনিক সম্পাদক মিরাজ মিয়া, সহ- প্রচার সম্পাদক আলমগীর হোসেন মোড়ল, টঙ্গী পূর্ব থানা বিএনপি নির্বাহী সদস্য অলিউল্যাহ অলি, হাফিজুর রহমান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলফাজ দেওয়ান, গাজীপুর মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহ্ জালাল, মহানগর কৃষকদলের সদস্য আল আমিন খান, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজীবুর রানা, টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমজাদ, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সহ সাধারন সম্পাদক আবু ইউসুফ টিপু, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available