• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৮ই পৌষ ১৪৩২ দুপুর ০২:০১:৪৩ (01-Jan-2026)
  • - ৩৩° সে:

সরিষা ক্ষেতে ছবি তোলার হিড়িকে দিশেহারা কৃষক

১ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২০:৪০

সরিষা ক্ষেতে ছবি তোলার হিড়িকে দিশেহারা কৃষক

খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি: মাঠজুড়ে সরিষা ফুলের নয়নাভিরাম দৃশ্য। কিশোরীর কানের দুলের মতো হাওয়ায় দুলছে হলুদ রঙের থোকা থোকা ফুল। মধু আহরণে ফুলে ফুলে নাচানাচি করছে মৌমাছি। সবুজ কচি পাতার ফাঁকে হলুদ বর্ণের সরিষা ফুল প্রকৃতিকে সাজিয়ে তুলেছে। এমনই দৃশ্য চোখে পড়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার বিভিন্ন এলাকার ফসলের মাঠে।

Ad

শীত মৌসুমে প্রকৃতিপ্রেমীরা ডুবে যায় সরষে ফুলের সৌন্দর্যে। শিশু, বিভিন্ন বয়সের নারী-পুরুষ এই সরিষা ফুলের সৌন্দর্য উপভোগ করতে নেমে পড়েন ফসলের মাঠে। স্মৃতি ধরে রাখতে তারা মেতে উঠেন সেলফিতে, কেউবা ছবি তুলতে থাকেন ব্যস্ত। আবার নানাসাজে, নানা আঙ্গিকে ছবি ও ভিডিও করতে আসেন অনেকে। শুধু তাই নয় ভিডিও কন্টেন্ট বানাতে আসছেন টিকটকার-ইউটিউবাররাও। অনেকে সরিষার মাঠে দাঁড়িয়ে ভালবাসার মানুষটির খোঁপায় গুজে দিচ্ছেন হলুদ সরিষার ফুল।

Ad
Ad

আর এতে সমস্যায় পড়ছেন সরিষা চাষিরা। সৌখিন লোকজনের দল বেঁধে সরিষার জমিতে যাতায়াত, দাঁড়িয়ে বা বসে ছবি তোলায় সরিষা গাছগুলো পদদলিত হয়ে নষ্ট হচ্ছে।

উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের কৃষক কামরুল ইসলাম জানান, তার সরিষার জমিতে দর্শনার্থীরা ছবি তোলার জন্য যে হারে নামছে তাতে প্রচুর সরিষার গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে সরিষার জমিতে দল বেঁধে যাতায়াত করতে থাকলে এক মুঠো সরিষাও ঘরে উঠবে বলে মনে হয় না।

মোড়াগাছার কৃষক মাহমুদুল হাসান জানান, জমিতে প্রবেশ না করে বাইরে থেকে ছবি তোলার কথা বললেও তা মানছেন না কৌতূহলী দর্শনার্থীরা।

ছবি তুলতে আসা দর্শনার্থী রূপকথা জানান, সরিষার জমির পাশ থেকে ইচ্ছে মত ছবি তোলা যায় না। তাই তাদেরকে সরিষার জমির মাঝে গিয়ে দাঁড়াতে হয়। এতে কিছু সরিষা অবশ্যই নষ্ট হয় বলেও তিনি স্বীকার করেন।

খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল নোমান জানান, এ বছর মাঠে সরিষা ফুল দেখতে প্রতিদিন প্রচুর দর্শনার্থী ভিড় করছেন। বেশির ভাগ ছেলেমেয়ে জমিতে গিয়ে নানা ভঙ্গিতে ছবি তুলছেন। আবার কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিষা ফুলের সৌন্দর্য লাইভ দেখাচ্ছেন। এতে সরিষার কিছু ক্ষতি হচ্ছে। তবে তিনি দর্শনার্থীদের কৃষকদের বিষয়টিকে মাথায় রেখে সচেতনভাবে সরিষা মাঠের আইলে দাঁড়িয়ে ছবি তোলার জন্য আহবান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ঢল
১ জানুয়ারী ২০২৬ দুপুর ০১:১০:২৬








তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান
তিনি ছিলেন সমগ্র জাতির মা: তারেক রহমান
১ জানুয়ারী ২০২৬ সকাল ১০:৪০:০০


Follow Us