বিনোদন ডেস্ক: বলিউড তারকা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে মুখ খুলেছেন জুনিয়র বচ্চন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানিয়েছেন, তাদের দাম্পত্যে ফাটল ধরার খবর সম্পূর্ণ ভুয়া এবং ভিত্তিহীন। তারকা হওয়ার কারণেই তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

প্রায় এক বছর ধরে ভারতীয় গণমাধ্যম ও সামাজিকমাধ্যমে অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ এবং বিচ্ছেদের জল্পনা চলছে। গুঞ্জন ওঠে, ঐশ্বরিয়া শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন। ননদ শ্বেতা বচ্চন এবং শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে মনোমালিন্য এবং পারিবারিক সম্পত্তির বিরোধই এর কারণ বলে শোনা যায়। এই জল্পনার মধ্যেই একাধিক অনুষ্ঠানে এই তারকা দম্পতিকে আলাদাভাবে দেখা যায়। সম্প্রতি অভিষেক একটি বিবাহবিচ্ছেদমূলক পোস্টে লাইক দেওয়ায় সেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে।


তবে সব জল্পনায় জল ঢেলে অভিষেক বচ্চন বলেন, ‘তারকা হলে মানুষ আপনার সামান্য বিষয়কেও বাড়িয়ে তোলে। আমাদের নিয়ে যা লেখা হয়েছে, তার কোনোটাই সত্যি নয় এবং কোনো ভিত্তি নেই। ইচ্ছে করেই আমাদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।’
এই অভিনেতা আরও জানান, তাদের সম্পর্ক অত্যন্ত মজবুত এবং দুজনেই এমন পরিবার থেকে এসেছেন যেখানে সম্পর্কের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
এদিকে, এই তারকা দম্পতির ১৪ বছরের মেয়ে আরাধ্যা এই গুঞ্জন সম্পর্কে জানে কিনা, এমন প্রশ্নে অভিষেক বলেন, ‘আরাধ্য খুবই ম্যাচিউর এবং ওর মা ওকে খুব ভালো মানুষ হিসেবে গড়ে তুলেছে। আমার মনে হয় না, মেয়ে এসব বিষয়ে কিছু জানে। কারণ, এসব খবর আরাধ্যাকে বিচলিত করে না। তাছাড়া ওর হাতে এখন ফোনও নেই।’
অভিষেক দৃঢ়তার সঙ্গে জানান, তাদের দাম্পত্য জীবন নিয়ে প্রচারিত খবরগুলো শুধুই ‘বাজে কথা’ এবং তারা একে অপরের কাছে স্বচ্ছ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available