• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই মাঘ ১৪৩২ রাত ০৮:০২:৪৯ (23-Jan-2026)
  • - ৩৩° সে:

নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ

২৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:২৮:৫৬

নায়করাজ রাজ্জাকের ৮৪তম জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা ‘নায়করাজ’ আব্দুর রাজ্জাকের আজ জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৮৪ বছর। তবে প্রয়াত এই মহান শিল্পীর জন্মদিনে নেই কোনো বড় আয়োজন। পরিবারিকভাবেই দিনটি স্মরণ করা হচ্ছে।

Ad

১৯৪২ সালের এই দিনে কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন রাজ্জাক। সাদাকালো যুগ থেকে রঙিন পর্দা-দুই সময়েই অসামান্য অভিনয় দিয়ে তিনি বাংলা সিনেমায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অর্জন করেন ‘নায়করাজ’ উপাধি।

Ad
Ad

জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো অনুষ্ঠান না থাকলেও পারিবারিকভাবে দিনটি পালন করা হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ছেলে অভিনেতা সম্রাট। তিনি বলেন, আব্বা বেঁচে থাকাকালীন জন্মদিনে অনেক আনন্দ-উৎসব হতো। এখন তিনি আমাদের মাঝে নেই, তাই আলাদা কোনো আয়োজন না থাকলেও আমরা পরিবার হিসেবে যতটুকু পারি উদযাপন করি। পাশাপাশি একটি মাদ্রাসা ও এতিমখানায় দোয়া এবং খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

নায়করাজ রাজ্জাকের অভিনয় জীবনের শুরু হয় ছাত্রজীবনেই। কলকাতার খানপুর হাইস্কুলে সপ্তম শ্রেণিতে পড়ার সময় একবার সরস্বতী পূজায় মঞ্চনাটকে অভিনয়ের সুযোগ পান তিনি। শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তাকে ‘বিদ্রোহী’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে নির্বাচন করেন। সেখানে তিনি গ্রামীণ কিশোরের চরিত্রে অভিনয় করেন, যা তার অভিনয় জীবনের প্রথম ধাপ হিসেবে বিবেচিত।

১৯৬৪ সালে তিনি সপরিবারে বাংলাদেশে চলে আসেন। এরপর নির্মাতা আবদুল জব্বার খানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ে তার অভিষেক ঘটে ‘তের নম্বর ফেকু ওস্তাগার লেন’ সিনেমায় ছোট একটি চরিত্রের মাধ্যমে।

পরবর্তীকালে ‘কার বউ’ ও ‘ডাক বাবু’ সিনেমাতেও অভিনয় করেন। নায়ক হিসেবে তার প্রথম ছবি ছিল জহির রায়হান পরিচালিত ‘বেহুলা’। এরপর তিনি তিন শতাধিক বাংলা ও কয়েকটি উর্দু চলচ্চিত্রে নায়ক হিসেবে অভিনয় করেন এবং ১৬টি সিনেমা পরিচালনা করেন।

চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। ২০১৫ সালে তাকে রাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত করা হয়। ২০১৭ সালের ২১ আগস্ট এই কিংবদন্তি অভিনেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us