বিনোদন রিপোর্টার : গতানুগতিকতার বাইরে গিয়ে নিজের 'গোয়ার' সিনেমার প্রচারণায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চিত্রনায়ক রাসেল মিয়া। তাঁর আসন্ন ছবিটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর। সিনেমা মুক্তি উপলক্ষে নানা ধরনের প্রচারণার অংশ হিসেবে রাসেল মিয়া রীতিমতো অবাক করে দেন। তিনি এফডিসির প্রধান ফটকের সামনে দশ দিনব্যাপী মানসিক ভারসাম্যহীন অসহায় মানুষদের নিজ হাতে রান্না করে খাওয়ান। তাঁর সাথে এই মহৎ কাজে অংশ নেন ছবির প্রযোজক নারী উদ্যোগতা হেলেনা জাহাঙ্গীর।

এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গণে দুস্থ রোগীর স্বজনদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করে 'গোয়ার' ছবিটি ব্যাপক আলোচনায় আসে।


এ প্রসঙ্গে চিত্রনায়ক রাসেল মিয়া বলেন, "দুস্থ রোগীর পাশে থাকা স্বজনরা রোগীর সেবা করবেন, নাকি ডাক্তারদের দেওয়া পরীক্ষাগুলো করানোর জন্য দৌড়াদৌড়ি করবেন, নাকি নিজেদের খাবারের জোগাড় করতে ছুটবেন তাই আমরা সিনেমার প্রচারণার উপলক্ষে রোগীর স্বজনদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি। এতে আমাদের প্রচারণাও হলো এবং মানুষের উপকারও হলো।"
গোয়ার সিনেমার নায়ক রাসেল মিয়া আরও বলেন, দ্বিতীয় সপ্তাহ থেকে আমাদের সিনেমা হলের সংখ্যা বেড়ে ছবিটি ব্যাপক ভাবে দর্শক মহলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।
জয়যাত্রা মাল্টিমিডিয়ার ব্যানারে হেলেনা জাহাঙ্গীরের প্রযোজনায় নির্মিত হয়েছে 'গোয়ার' ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন রকিবুল আলম রকিব.এই ছবিতে রাসেল মিয়া ছাড়াও আরও অভিনয় করেছেন জাজ-এর নায়িকা জলি, মিশা সওদাগর, হেলেনা জাহাঙ্গীর, বর্দা মিঠু, মনজুর আলম, ডেঞ্জার নাসিম, জামাল পাটোয়ারী সহ আরও অনেকে।
মুক্তি প্রাপ্ত সিনেমা হল গুলোর তালিকা হলো-সৈনিক ক্লাব সিনেমা বনানী, আনন্দ সিনেমা ঢাকা ফার্মগেট, আজাদ সিনেমা ঢাকা কোর্ট কাচারি, বিজিবি অডিটোরিয়াম ঢাকা পিলখানা, নিউ গুলশান সিনেমা ঢাকা জিঞ্জিরা, নিউ মেট্রো সিনেমা নারায়ণগঞ্জ, চাঁদ মহল সিনেমা কাঁচপুর, স্বপ্নীল সিনেমা (সিনেপ্লেক্স) কুষ্টিয়া, মডার্ন সিনেমা দিনাজপুর, তামান্না সিনেমা সৈয়দপুর, বনলতা সিনেমা ফরিদপুর, অভিরুচি সিনেমা বরিশাল, মাধবী সিনেমা, মধুপুর মিলন সিনেমা মাদারীপুর, রাজ সিনেমা কুলিয়ারচর কিশোরগঞ্জ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available