বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেত্রী ও গায়িকা সুলক্ষণা পণ্ডিত আর নেই।

৬ নভেম্বর বৃহস্পতিবার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তার ভাই ও প্রখ্যাত সংগীত পরিচালক ললিত পণ্ডিত সংবাদটি নিশ্চিত করেছেন।


বহুমুখী প্রতিভার অধিকারিণী এই শিল্পী জীবনের শেষ ১৬ বছর শয্যাশায়ী অবস্থায় কাটিয়েছেন। জীবনের শেষ অধ্যায় কেটেছে গভীর নিঃসঙ্গতা আর নীরবতায়। বেদনাদায়ক কাকতালীয় হলেও সত্যি, ঠিক যে দিনটিতে সুলক্ষণা পণ্ডিত মারা গেলেন, সেই ৬ নভেম্বরই ছিল তার আজীবনের অপূর্ণ ভালোবাসা, কিংবদন্তি অভিনেতা সঞ্জীব কুমারের মৃত্যুবার্ষিকী। যেন দুই দশকের অপেক্ষার পর সেই প্রিয় মানুষটির সঙ্গেই পরপারে মিলিত হলেন তিনি।
সত্তর ও আশির দশকে সুলক্ষণা পণ্ডিত বলিউড সিনেমায় একাধারে গান ও অভিনয়ে নিজের ছাপ রেখেছিলেন। লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের মতো কিংবদন্তি শিল্পীদের স্বর্ণযুগেও তিনি তাঁর নিজস্ব মায়াময় কণ্ঠস্বর দিয়ে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। মাত্র ৯ বছর বয়সে তিনি গানের জগতে পা রাখেন এবং ১৯৬৭ সালে প্লেব্যাক শিল্পী হিসেবে তার পেশাগত জীবন শুরু হয়। ১৯৭৫ সালে ‘সংকল্প’ সিনেমার জনপ্রিয় গান ‘তু হি সাগর হ্যায়, তু হি কিনারা’ গেয়ে তিনি ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেন।
গানের পাশাপাশি অভিনয়েও তিনি ছিলেন সমান সফল। ১৯৭৫ সালের ‘উলজান’ এবং ১৯৭৬ সালের ‘সঙ্কোচ’ সিনেমায় তার অভিনয় দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। শুধু বলিউড নয়, বাংলা ছবিতেও তার অভিনয় স্মরণীয়। উত্তম কুমার অভিনীত ‘বন্দি’ ছবিতে তার পরিবেশনা ছিল বিশেষভাবে প্রশংসিত।
ক্যারিয়ারের সাফল্য সত্ত্বেও ব্যক্তিগত জীবনে সুলক্ষণা পণ্ডিতের সুখ অধরাই থেকে যায়। কিংবদন্তি অভিনেতা সঞ্জীব কুমারের প্রতি তার একতরফা গভীর ভালোবাসা কখনও পূর্ণতা পায়নি। সেই অপূর্ণতার দুঃখে ও নীরব যন্ত্রণায় তিনি ধীরে ধীরে সরে যান আলো ঝলমলে বলিউড দুনিয়া থেকে।
তার চলে যাওয়ার মাধ্যমে বলিউডের সোনালি যুগের একটি অধ্যায় শেষ হলো। তিনি রেখে গেলেন সুরে ভরা এক সময়ের স্মৃতি, যা আজও মুগ্ধ করে বলিউডপ্রেমীদের হৃদয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available