বিনোদন ডেস্ক: অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার (২৭ অক্টোবর) রাতে প্রচণ্ড মাথা ব্যথা ও খিঁচুনি অনুভব করলে তাকে রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। পাশাপাশি তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীদের ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি অনুযায়ী পরবর্তী চিকিৎসা নির্ধারণ করা হয়।’


চিকিৎসক সূত্রে জানা গেছে, সোমবার রাতে মাথা ব্যথা ও খিঁচুনি শুরু হলে হাসান মাসুদকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকের পরামর্শে তাকে ভর্তি করা হয়।

দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন হাসান মাসুদ। পরে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। সাংবাদিকতা ছাড়ার পর মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে বিনোদন অঙ্গনে তার পথচলা শুরু হয়।
এই অভিনেতার বেশ কিছু নাটকের মধ্যে রয়েছে ‘হাউসফুল’,‘ট্যাক্সি ড্রাইভার’,‘এফডিসি’,‘বউ’,‘খুনসুটি’, ‘গ্র্যাজুয়েট’,‘রঙের দুনিয়া’,‘আমাদের সংসার’,‘গণি সাহেবের শেষ কিছুদিন’,‘বাতাসের ঘর’ ও ‘প্রভাতী সবুজ সংঘ’।
হাসান মাসুদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহকর্মী শিল্পী ও ভক্তরা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available