• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৪:২০ (25-Nov-2025)
  • - ৩৩° সে:

পুঁজিবাজারে বিনিয়োগে ১ হাজার কোটি টাকা ঋণ পেল আইসিবি

২৫ নভেম্বর ২০২৫ সকাল ১১:২০:২৬

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্ট কর্পোরেশন অব বাংলাদেশকে (আইসিবি) ১ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকারে। এটা টাকা সরাসরি পুঁজিবাজারে বিনিয়োগ করা হবে।

Ad

২৪ নভেম্বর সোমবার অর্থ মন্ত্রণালয় থেকে এ টাকা সহায়তা দেওয়া হয়।

Ad
Ad

জানা গেছে, সরকারের কাছে আইসিবি মোট ১৩ হাজার কোটি টাকার সহায়তা চাইলেও প্রাথমিকভাবে ১ হাজার কোটি টাকা সফট লোন হিসেবে পেয়েছে। ১০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে, যার মধ্যে প্রথম বছর থাকবে গ্রেস পিরিয়ড। এরপর প্রতি ছয় মাসে মূলধন ও ৫ শতাংশ সুদসহ কিস্তি পরিশোধ করতে হবে।

সরকারি এ ঋণ শুধু শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যবহার করা যাবে। এটি বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বাজারে বড় আকারের সরকারি বিনিয়োগ সাধারণত মূল্য বৃদ্ধি এবং স্বাভাবিক চাহিদা ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আইসিবি’র চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ সাংবাদিকদের জানান, ঋণ পাওয়ার পরই নতুন একটি বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং ২৪ নভেম্বর সোমবার দুপুর ২টার পর থেকে কিছু শেয়ার কেনা শুরু হয়েছে। তিন মাসের মধ্যে বিনিয়োগের অগ্রগতি সম্পর্কে সরকারকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া হবে।

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই উদ্যোগ শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য এক শক্তিশালী প্রথম ধাপ হিসেবে কাজ করবে। বিনিয়োগকারীদের মধ্যে ইতোমধ্যেই ধীরে ধীরে আস্থা ফিরে আসছে এবং তারা নতুন সম্ভাবনাময় সুযোগের দিকে উৎসাহ ও আগ্রহের সঙ্গে দৃষ্টি রাখছেন।

বিশেষজ্ঞরা আশাবাদী যে, এই পদক্ষেপ বাজারে আস্থা জোরদার করবে এবং মধ্যমেয়াদে শেয়ারবাজারে নতুন চাহিদা ও বিনিয়োগ প্রবাহ তৈরি করবে। বিনিয়োগকারীরা ইতিবাচক মনোভাব নিয়ে বাজার পর্যবেক্ষণ করলে, তাদের জন্য আরো সুফল অর্জনের সুযোগ তৈরি হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
অডিওস্কোপ: ঢাকা থেকে পপ-রকের উদীয়মান শক্তি
২৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৪:১৬

সংবাদ ছবি
বিশ্ববাজারে ফের বাড়ল সোনার দাম
২৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:২৯

সংবাদ ছবি
কালিয়াকৈরে মহাসড়কে ১৪ লাখ টাকা ছিনতাই
২৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০:১৪




সংবাদ ছবি
জারি হলো শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা-২০২৫
২৫ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৪৩

সংবাদ ছবি
রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন
২৫ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫২:৫০




Follow Us