মানিকগঞ্জ প্রতিনিধি: সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

২৪ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি।


মানববন্ধনে সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন সঞ্চালনা করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু ও মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য অ্যাডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদসহ আরও অনেকে।
মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর ধারাবাহিক হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available