• ঢাকা
  • |
  • শুক্রবার ১৯শে পৌষ ১৪৩২ রাত ০৯:৩৮:৪৭ (02-Jan-2026)
  • - ৩৩° সে:

মতলব উত্তরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহমিল

২ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:৪৪

মতলব উত্তরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহমিল

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Ad

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে ২ জানুয়ারি শুক্রবার বিকেলে নতুন বাজারে রুহের মাগফেরাত কামনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।

ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জেলা যুবদলের সাবেক সদস্য দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি নেতা আব্দুল লতিফ প্রধান, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন রনি, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আহম্মেদ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান লালু, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল বাশার ছগির, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির।

আলোচনা পর্বে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের জন্য তাঁর অবদান স্মরণ করেন। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া এ দেশের রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী নেত্রী ছিলেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন।

আলোচনা শেষে বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে তাঁর জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা আব্দুল খালেক মিনু, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ বিল্লাল প্রধান, বিএনপি নেতা সোহরাব প্রধান, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বায়ক শাহ্ ইমরান, যুবদল নেতা রাসেল মল্লিক, খোরশেদ আলম জিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম রনি, শ্রমিকদল নেতা কাউসার, শরীফ, খোকন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ ছাড়ালো ৩৩ বিলিয়ন ডলার
২ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১:১৯








Follow Us