• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই পৌষ ১৪৩২ দুপুর ০২:১১:৫১ (23-Dec-2025)
  • - ৩৩° সে:

সেনবাগে মেডিকেলে চান্স পাওয়া শিক্ষার্থীর দায়িত্ব নিলেন তারেক রহমান

২৩ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫০:৪৮

সংবাদ ছবি

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৈইয়াজলা গ্রামের মেধাবী শিক্ষার্থী জান্নাতুল আরফিন এবছর সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তিনি মৃত আব্দুল ওয়াদুদ ও শাহিদা আক্তার দম্পতির বড় মেয়ে।

Ad

অভাব-অনটনের মধ্যেও জান্নাতুল আরফিনের এই সাফল্যে আনন্দিত শিক্ষক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা। তবে মেডিকেল কলেজে ভর্তি, বইপত্র ও অন্যান্য খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন শিক্ষার্থী ও তার পরিবার। বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি মেধাবী এই শিক্ষার্থীর লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন।

Ad
Ad

এ উপলক্ষে ২২ ডিসেম্বর সোমবার বিকেল ৩টায় সেনবাগ উপজেলার ডমুরুয়া ইউনিয়নের কৈইয়াজলা গ্রামে জান্নাতুল আরফিনের বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বাবদ একটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক।

এসময় উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদ উল্লাহ, বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস, বাহার উল্লাহ বাহার, মহিলা দলের নেত্রী সুফিয়া আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তারেক রহমানের এই মানবিক উদ্যোগে শিক্ষার্থী পরিবার ও এলাকাবাসী গভীর আনন্দ প্রকাশ করেন। কৃতজ্ঞতা জানিয়ে জান্নাতুল আরফিন বলেন, তিনি লেখাপড়া শেষ করে একজন আদর্শ ও মানবিক চিকিৎসক হয়ে দরিদ্র ও অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চান।

জানা যায়, জান্নাতুল আরফিন সেনবাগের ডমুরুয়া ইউনিয়নের গাজীরহাট উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। আর্থিক সংকটের কারণে উচ্চ মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও আত্মীয়দের সহায়তায় ফেনীর জিয়া মহিলা কলেজে ভর্তি হন এবং সেখান থেকেও জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন।

পিতার মৃত্যুর পর মা শাহিদা আক্তার চার সন্তান নিয়ে চরম সংগ্রামের মধ্যে পড়েন। সেলাইয়ের কাজ, টিউশনি ও আত্মীয়স্বজনের সহায়তায় সন্তানদের পড়াশোনা চালিয়ে যান তিনি। ২০২৩ সালে স্বামীর রেখে যাওয়া মাত্র পাঁচ শতাংশ জমি বিক্রি করে মেয়ের শিক্ষাব্যয় বহন করেন। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির ফলস্বরূপ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় ৪০৪১তম স্থান অর্জন করে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান জান্নাতুল আরফিন।

নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই সাফল্য শুধু আমার একার নয়। আমার মা, শিক্ষক ও শুভানুধ্যায়ীদের সম্মিলিত অবদান। ভবিষ্যতে একজন মানবিক ডাক্তার হয়ে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
মধুপুরে বড়দিন উপলক্ষে মতবিনিময় সভা
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১২:৪১





সংবাদ ছবি
জমিয়তকে ৪ আসন ছাড় দিল বিএনপি
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৪:২২



সংবাদ ছবি
আফ্রিদির রেকর্ড ভেঙে দিলেন শাদাব খান
২৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৯:৪২


Follow Us