বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে শেখ মজিবর রহমান (৭০) নামে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতারের কিছুসময় পর হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজ এর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।


পুলিশ জানায়, দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি শেখ মজিবর রহমানকে বুধবার দিবাগত রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাওন কুমার দাশ জানান, ‘শেখ মজিবর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।’
মৃতের স্বজনরা জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মজিবর রহমান একজনের এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। সেই ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। মামলায় জামিনদাতা হিসেবে তার দুই মাসের সাজা হয়।’
ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, ‘মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’
তিনি আরও জানান, ‘শেখ মজিবর রহমান বাগেরহাট সিআর মামলার দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। রাতে গ্রেফতারের কিছুসময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available