নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী এবং উপজেলা প্রশাসন একাডেমি ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

১৮ নভেম্বর মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং উপজেলা প্রশাসনের যৌথ বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।


এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইসমাইল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ফান্ডিং এর পরিচালক মো. আবদুল্লাহ-আল-মামুন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর পরিচালক প্রফেসর কুমার দাস, বিসিএসআইআর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মোহাম্মদ জামিরুল রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল ফারুক, জেলা শিক্ষা অফিসার, নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্যরা স্টল গুলো ঘুরে দেখেন ও প্রদর্শনী গুলো সামনে ভালো করে দেশের কল্যানের জন্য এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন। ২৫ টি স্টল অংশগ্রহণ করে এবং এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চৌমুহনী বড় মসজিদে কমিটির সাধারণ সম্পাদক ও শিল্পপতি দেলোয়ার হোসেন, বেগমগঞ্জ উপজেলার ভূমি কমিশনার মোহাম্মদ সাহাদাত হোসেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান, বেগমগঞ্জ থানার অতিরিক্ত সার্কেল আ,ন,ম ইমরান খান, জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোহাম্মদ ছালেহ আহমেদ সোহেল, উপজেলা সাবেক সিনিয়র প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাক্ষ্যা চন্দ্র দাস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ, চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ুন কবির, ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম লাভলু।
সেমিনারে বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি জনগণের জীবনমান উন্নয়ন এবং কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র শিল্পে নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। প্রযুক্তির বিস্তারে সরকার ও গবেষণা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা উপজেলা প্রশাসন একাডেমি ভবনের দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক প্রতিনিধি, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, অভিভাবক, ছাত্র ছাত্রী এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা এতে অংশ গ্রহণ করেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available