স্টাফ রিপোর্টার: নাটোর সদর থানাধীন নাটোর পৌরসভার উত্তর পটুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো. আশিক সিকদার (২৫) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে নেশাজাতীয় মাদকদ্রব্য, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে।

১৩ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তর পটুয়াপাড়া এলাকার উলুপুর আমহাটি শাহিন বিশ্বাসের মুদি দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।


আটক আশিক সিকদার উত্তর পটুয়াপাড়া ০২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মো. সোহরাব সিকদার।
পুলিশ সূত্রে জানা যায়, তল্লাশি চালিয়ে তার দেহ ও সঙ্গে থাকা মালামাল থেকে ৯ পিস নেশাজাতীয় মাদক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশনবিহীন) এবং একটি ধারালো চাকু জব্দ করা হয়।
উদ্ধারকৃত সব আলামত ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে নাটোর জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘মাদক নির্মূলে পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available