• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে কার্তিক ১৪৩২ বিকাল ০৫:৪২:২৯ (07-Nov-2025)
  • - ৩৩° সে:

ঘাটাইলে শিশু সুরক্ষা ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত

৭ নভেম্বর ২০২৫ দুপুর ০১:১০:৪১

সংবাদ ছবি

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে শিশু সুরক্ষা ও অধিকার সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

Ad

৬ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির আয়োজনে সিডিসি প্রাঙ্গণে এ শিশু সুরক্ষা ও অধিকার সচেতনতা ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়।

Ad
Ad

গুডনেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ম্যানেজার শারমিন নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাইদ। 
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. রাফিউল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, সিডিসির ভাইস চেয়ারম্যান ফণীন্দ্র লাল পাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি লিডার, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, গুড নেইবারস বাংলাদেশের স্টাফ এবং অতিথিবৃন্দ।

ক্যাম্পেইনের উদ্দেশ্য ছিল শিশু, অভিভাবক ও কমিউনিটি সদস্যদের মধ্যে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, শিশু সুরক্ষা আইন ও প্রতিবেদন চ্যানেল সম্পর্কে সহজ তথ্য প্রদান এবং শিশুদের সৃজনশীল অংশগ্রহণের মাধ্যমে তাদের অধিকার সম্পর্কে বোঝাপড়া উন্নত করা। এছাড়া, শিশুবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে কমিউনিটির ভূমিকা সম্পর্কে সবাইকে সংবেদনশীল করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অধিকার রক্ষায় পরিবার, বিদ্যালয় ও সমাজের সক্রিয় ভূমিকা অত্যন্ত জরুরি। প্রত্যেকে সমাজে শিশুদের জন্য একটি নিরাপদ, ভালোবাসাময় ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
চাটমোহরে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
৭ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১৮:২৭










Follow Us