রাজশাহী প্রতিনিধি: রাজশাহী-২ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, রাসিক সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, বিএনপি চেয়ারপার্সন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতায় দেশবাসী কাঁদছে।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশের ন্যায় রাজশাহীতেও ৫ ডিসেম্বর শুক্রবার নগরীর ১নং ওয়ার্ডের গুলজারবাগ জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে এ কথা বলেন তিনি। সরকারিভাবে এই দোয়ার জন্য ঘোষণা করা হয়েছিলেন।


তিনি বলেন, বেগম খালেদা জিয়া আজ পুরো দেশবাসীকে একত্রিত করেছেন। দেশের জনগণ নিজ নিজ ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মোনাজাত ও প্রার্থনা করছেন। শুধু তাই নয় প্রতিটি ঘরে ঘরে মা-বোনেরা দোয়া করছেন বেগম জিয়ার রোগমুক্তি কামনায়। বেগম জিয়া উন্নয়ন চিকিৎসার জন্য লন্ডনে গেছেন। এর আগে যে হাসপাতালে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছিলেন সেই হাসপাতালে তিনি যাচ্ছেন বলেও জানান।
মিজানুর রহমান মিনু বলেন, স্বৈরাচারী সরকারের নির্যাতনে দেশনেত্রী গুরুতর অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। সারা দেশের মানুষ আজ তার সুস্থতার জন্য দোয়া করছে। আমরা আশা করি তিনি সুস্থ হয়ে আবারও জনগণের মাঝে ফিরে এসে দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও বলেন, করোনার সময়ে তিনি করোনাতে আক্রান্ত হলে নামে মাত্র তাঁকে চিকিৎসা প্রদান করা হয়েছিল। শুধু তাই নয় বেগম জিয়ার ব্যক্তিগত ডাক্তারের কথা স্বৈরাচার হাসিনার আজ্ঞাবহ ডাক্তারগণ শুনতেন না। তাঁরা তাদের নিজের মত মনগড়া চিকিৎসা দিতো বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে কারাগারে স্লোপয়জোনিং করা হয়েছিল। বেগম জিয়ার আজকের এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে খুনি হাসিনা দায়ী বলে উল্লেখ করেন মিনু।
এসময় উপস্থিত ছিলেন কাশিডাঙ্গা থানা বিএনপির সভাপতি মজিউল আহসান হিমেল, রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available