স্টাফ রিপোর্টার বগুড়া: বেতারের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও বিজ্ঞাপন তরঙ্গের পরিচিত কণ্ঠ আফরোজা নিজামীকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশিত হলে তা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নজরে আসে। প্রতিবেদনটি দেখার পর তিনি সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনকে শিল্পীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

তারই অংশ হিসেবে ১৫ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলী পিসি কালচার হাউজিং এলাকায় আফরোজা নিজামী’র সাথে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।


বিএনপি সিনিয়র যুগ্ম-মহাসচিব ও সংগঠনটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন শিল্পীর হাতে বিশেষ চিকিৎসা সহায়তা তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। তিনি জানান, ভবিষ্যতেও সংগঠনটি এই গুণী শিল্পীর পাশে থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, রুবেল আমিন ও ফরহাদ আলী সজীব।
এসময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদ আওয়াল, যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল এবং বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফসহ অন্যরা।
উল্লেখ্য, নব্বইয়ের দশকে বেতারের বিজ্ঞাপন তরঙ্গ, নাটক ও ধারাবাহিক অনুষ্ঠানে আফরোজা নিজামী’র স্বকীয় কণ্ঠ ব্যাপক জনপ্রিয়তা পায়। সেই কণ্ঠস্বর আজও অনেকের শৈশব-কৈশোরের স্মৃতিতে জড়িয়ে আছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available