দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’ এই স্লোগানকে সামনে রেখে দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩১ অক্টোবর শুক্রবার বিকেল ৪টায় খলসী ইউনিয়ন বিএনপির আয়োজনে খলসী বাজারে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় সভাপতিত্ব করেন খলসী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম কুন্টু।
সভায় প্রধান অতিথি ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, ‘৫ আগস্টের ঐতিহাসিক আন্দোলনের পর স্বৈরশাসক শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আজ বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দেশে নতুন আশা ও স্বপ্নের সূচনা হয়েছে। বিএনপি কখনো দুর্নীতি, চাঁদাবাজি বা স্বজনপ্রীতিতে বিশ্বাস করে না, ভবিষ্যতেও করবে না।’
তিনি আরও বলেন,‘আমার শ্রদ্ধেয় পিতা প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন বিএনপির দুঃসময়ে নেতৃত্ব দিয়ে দলকে টিকিয়ে রেখেছেন এবং সারাজীবন মানুষের সেবা করেছেন। আমি তাঁর সন্তান হয়ে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পদবি দিতে পারব না, কিন্তু আপনাদের ভালোবাসা দিতে পারব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available