ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর শহরতলীর উত্তর শোভারামপুর এলাকায় নিজ বাড়ির সামনে এক নারীকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনতাই করে নিয়ে যায় দুই মোটরসাইকেল আরোহী। পুরো ঘটনাটি ধরা পরে সিসি টিভি ক্যামেরায়। পরে ওই ফুটেজ বিভিন্ন টেলিভিশনের ডিজিটাল প্লাটফর্মে আপ হলে মুহূর্তেই ভাইরাল হয় ঘটনাটি।

১ নভেম্বর শনিবার বেলা ১২টায় ফরিদপুর র্যাব ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানান র্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।


এর আগে এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাব-১০ এর সদস্যরা। তারই ধারাবাহিকতায় আলোচিত ও ভাইরাল সেই ছিনতাই ঘটনায় জড়িত চিহ্নিত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব।
আটক ওই দুই ছিনতাইকারী হলো শরীফুল ইসলাম ওরফে (ডন শরীফ) এবং তার সহযোগী মো. রায়হান মোল্যা। এর মধ্যে ডন শরীফের বিরুদ্ধে হত্যা, ছিনতাই, মাদকসহ ১০টির অধিক মামলা রয়েছে। গতকাল রাতে ফরিদপুর শহর ও সালথা উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, তাদের আটকের সময় তাদের কাছ থেকে প্রায় দেড় কেজি গাঁজা, ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, পালসার মোটরসাইকেলসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়াও কিছুদিন আগে পাবনা থেকে চুরি করা একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলও জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনিয়ে আসছিল। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে পথচারীদের টার্গেট করে দ্রুত মোটরসাইকেলে ঘটনাস্থল ত্যাগ করতো, যাতে শনাক্ত করা না যায়। এছাড়াও তারা স্থানীয়ভাবে মাদক ক্রয়-বিক্রয়ের সাথেও সম্পৃক্ত ছিল বলে র্যাব জানতে পারে।
গ্রেফতার মূল আসামি মো. শরীফুল ইসলাম শরীফ (৩৮) এর বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালে দেশব্যাপী আলোচিত ফরিদপুর মেডিকেলের স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামি ডন শরীফ।
পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণের প্রেক্ষিতে আটককৃতদের ফরিদপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available