ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক দিয়ে উপজেলা শহরে প্রবেশের একমাত্র পথ হারুখালী এলাকায় তৈরি হয়েছে বিশাল ময়লার ভাগাড়। পৌর কর্তৃপক্ষের অবহেলা ও পৌরবাসীর উদাসীনতায় মহাসড়কের ওপরই গড়ে উঠেছে ময়লার স্তূপ। যা পথচারী ও যানবাহনের জন্য চরম ঝুঁকির সৃষ্টি করেছে। যে কোনো সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, আঞ্চলিক গ্যাস ট্রান্সমিশন স্টেশন থেকে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের প্রধান ফটক পর্যন্ত প্রায় ১ কিলোমিটারজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন ধরনের আবর্জনা। কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও প্রতিনিয়ত মরা পশুপাখি থেকে শুরু করে দৈনন্দিন ময়লা সবই এখানে ফেলে যাচ্ছে স্থানীয় কিছু ব্যক্তি ও পৌরসভার কিছু কর্মচারী। এমনকি ট্রাকযোগেও ময়লা মহাসড়কের ওপর ফেলা হচ্ছে।


দূর্গন্ধে নাক চেপে চলা তো আছেই, তার সঙ্গে রাস্তায় স্তূপীকৃত ময়লার কারণে পথচারীদের চলাচলও হয়ে পড়েছে বিপদজনক। দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে কয়েকগুণ।
পথচারী মো. আবুল হাশেম বলেন, ‘শহরের প্রবেশপথে এমন ময়লার ভাগাড় খুবই অপ্রীতিকর। ঈশ্বরদী শহর বহু দিক দিয়ে উন্নত হলেও ময়লা ব্যবস্থাপনায় আমরা এখনো পিছিয়ে। মাঝেমধ্যে বন্ধ থাকলেও আবার নতুন করে ময়লা ফেলা শুরু হয়েছে, এতে ভোগান্তি বেড়েছে।’
স্থানীয় একটি কারখানার একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘রাতে পৌরসভার গাড়ি এসে এখানে ময়লা ফেলে যায়। দূর্গন্ধে টিকে থাকাই কষ্টসাধ্য হয়ে পড়েছে।’
বিষয়টি জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মনিরুজ্জামান বলেন, ‘পৌর এলাকার সর্বত্র সিসি ক্যামেরা না থাকায় অভিযুক্তদের শনাক্ত করা কঠিন। তবে স্থানীয়রা যদি ময়লা ফেলতে আসা গাড়িগুলোকে চিহ্নিত করে আমাদের জানান, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে পারব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available