• ঢাকা
  • |
  • রবিবার ৫ই মাঘ ১৪৩২ রাত ০৯:৪৯:৫০ (18-Jan-2026)
  • - ৩৩° সে:

সাভারে পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৮ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:২৫:২৬

সাভারে পৌর কমিউনিটি সেন্টার থেকে ২ অজ্ঞাত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি: ঢাকার সাভার পৌর কমিউনিটি সেন্টার থেকে আবারও আগুনে পোড়ানো অবস্থায় দুইটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৮ জানুয়ারি রোববার দুপুরে পৌর কমিউনিটি সেন্টার থেকে আরো ২টি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে সাভার থানা পুলিশ।

Ad
Ad

এর আগে ওই পৌর কমিউনিটি সেন্টারে আরও তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে একজন নারীর মরদেহও আগুনে পোড়ানো ছিল।

পুলিশ সূত্র জানায়, সর্বশেষ উদ্ধার হওয়া মরদেহ দুটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহগুলো এমন ভাবে পোড়ানো হয়েছে যে প্রাথমিকভাবে বয়স ও লিঙ্গ নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এর আগে একই পৌর কমিউনিটি সেন্টারে গত ৫ মাসে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার হয়। সেই তিনটি মরদেহের মধ্যে একটি ছিল নারীর, যেটিও আগুনে পোড়ানো অবস্থায় পাওয়া যায়। একাধিক মরদেহ উদ্ধার ও আগুনে পোড়ানোর ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও চরম উদ্বেগ দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ ব্যক্তিদের তালিকা যাচাইসহ সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পারিপার্শ্বিক বিভিন্ন দিক তদন্ত করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ বলছে, ঘটনাগুলোর রহস্য উদঘাটনে তদন্ত জোরদার করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






শবে বরাত কবে জানা যাবে যেদিন
শবে বরাত কবে জানা যাবে যেদিন
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৩৬


দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত
দুদকের নজরে বেরোবির নিয়োগ প্রক্রিয়া, চলছে তদন্ত
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:২০:৫৯

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬
মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৬
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৭:১৫

সদরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত-১০
সদরপুরে পাগলা কুকুরের কামড়ে আহত-১০
১৮ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৪:৫৮


Follow Us