লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটিতে প্রায় তিন শতাধিক গরীব ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর তেজস্বী বীর লংগদু জোন।

১০ ডিসেম্বর বুধবার রাঙ্গামাটির মারিশ্যা এলাকার কচুছড়ি ও শীলাছড়ি এবং মিলনপুর এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে সেবা প্রদান করে সেনাবাহিনী।


লংগদু জোনের জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ উপস্থিত থেকে শীতবস্ত্র ও বিনামূল্যে ওষুধ সামগ্রী অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে তুলে দেন তিনি।
লে. কর্নেল মীর মোর্শেদ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও সেনাবাহিনীর এধরণের কার্যক্রম চলমান থাকবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available