মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে মতলব উত্তর উপজেলার সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) এর সটাকী বাজার শাখার ৫৬ শতাংশ জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

১৭ নভেম্বর সোমবার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান চলে। দীর্ঘদিন ধরে একটি চক্র গবেষণা ও সেবামূলক কার্যক্রমের জন্য বরাদ্দ এ জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে দখল করে রেখেছিল।


জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মতলব উত্তর থানা পুলিশের একটি দল আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।
আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, ‘জেলা প্রশাসনের নির্দেশনায় এবং তাদের সর্বাত্মক সহযোগিতায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে আজকের উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো বাধা-বিঘ্ন সৃষ্টি হয়নি। প্রশাসন এবং স্থানীয় জনগণ আন্তরিকভাবে সহযোগিতা করছেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, ‘জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে আইসিডিডিআরবির ৫৬ শতাংশ জমি দখলমুক্ত করতে আমরা অভিযান পরিচালনা করছি। ১৯৮২ সালে দাতা সংস্থার মাধ্যমে এ জমি আইসিডিডিআরবিকে প্রদান করা হয়। পরবর্তীতে কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেলে জমির কিছু অংশ বেদখল হয়ে পড়ে। উচ্ছেদ মামলা নিষ্পত্তির পর আমাদের দায়িত্ব দেওয়া হলে আজ তা বাস্তবায়ন করছি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available