স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

২৯ ডিসেম্বর সোমবার দুপুরে জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।


এর আগে, ২৮ ডিসেম্বর রোববার সকাল থেকে ২৯ ডিসেম্বর সোমবার সকাল পর্যন্ত জেলার ১১টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- সঞ্জিত রবিদাস, হেলাল খান, মুসা মিয়া, দেলোয়ার হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল হোসেন, আসাদুজ্জামান এমারত, লিটন মিয়া, মিন্টু, সোলায়মান, শফিকুল ইসলাম, নাইমুর, বিপ্লব হোসেন, সাদ্দাম হোসেন, আলীম উদ্দিন এবং ফরহাদ হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিরা টাঙ্গাইল সদর, দেলদুয়ার, নাগরপুর, সখীপুর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর, গোপালপুর, ভূঞাপুর, মির্জাপুর এবং ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি।
মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধ বিভিন্ন উল্লেখ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available