রামু (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের রামুতে অপহরণের শিকার তিন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

১০ জানুয়ারি শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করা হয়। এ সময় অপহরণ চক্রের এক সদস্যকেও আটক করা হয়েছে।


উদ্ধার হওয়া রোহিঙ্গারা হলেন- উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা ফয়েজুল্লাহ, থাইনখালী ১৩ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা রহিমুল্লাহ ও থাইনখালী ১৫ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা জালাল উদ্দীন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, অপহৃত রোহিঙ্গাদের রামুর দক্ষিণ মিঠাছড়ি পানের ছড়ার গহীন পাহাড়ে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল। অপহরণের পর তাঁদের স্বজনের কাছ থেকে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
স্থানীয়দের সহায়তায় পুলিশ অপহরণ চক্রের সদস্য পারভেজ বাবুকে আটক করে। তিনি ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়া গ্রামের নুরুল আবছারের ছেলে। সে রামু সরকারি কলেজের ছাত্র।
এদিকে এই অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে এরশাদুল্লাহ ও জালাল আরও দুজনের নাম ওঠে এসেছে। তারা পানের ছড়ার বাসিন্দা।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available