• ঢাকা
  • |
  • সোমবার ২৪শে অগ্রহায়ণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫০:২৮ (08-Dec-2025)
  • - ৩৩° সে:

কাবিখা প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

৮ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৫:৫৪

সংবাদ ছবি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলার চিথলিয়া গ্রামের ছোট চিথলিয়া এলাকায় কাবিখা প্রকল্পের আওতায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৮ ডিসেম্বর সোমবার সকালে এ উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাঁকা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন।

Ad

স্থানীয়দের অভিযোগ, মালিকের বাড়ি থেকে জহুরুলের জমি পর্যন্ত সড়কটি বহুদিন সংস্কার না হওয়ায় পথচারীরা নিত্যদিন ভোগান্তির মুখে পড়তেন। পানি জমে থাকা, খানাখন্দ এবং ঝুঁকিপূর্ণ অবস্থার কারণে বর্ষায় চলাচল ছিল আরও দুর্বিষহ। অবশেষে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের উদ্যোগে কাবিখা প্রকল্পের মাধ্যমে এ সড়কটির সংস্কার শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি এসেছে।

Ad
Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, এলাকার মানুষের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতেই এই সড়কটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য খলিলুর রহমান, সাবেক পাঁকা ইউনিয়ন যুবদলের সেক্রেটারি শহিদুল আলম চানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, সংস্কারকাজ সম্পন্ন হলে গ্রামটির সামগ্রিক যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং কৃষিপণ্যের পরিবহনেও সুবিধা সৃষ্টি হবে। এলাকাবাসীর মতে, প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিনের নেতৃত্বে এই সড়ক উন্নয়ন কাজ বাস্তবায়ন হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৫
৮ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৬:৫১











Follow Us